‘বাচ্চা সামলাবেন স্ত্রী, কেরিয়ার বানাবে স্বামী’, বিতর্কিত মন্তব্য সুনীলের, কারণ কী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
আবারও বিতর্কের কেন্দ্রে বর্ষীয়ান অভিনেতা সুনীল শেট্টি। সদ্যই দাদু হয়েছেন। কন্যা আথিয়ার কোলে এসেছে কন্যা সন্তান। এর পরেই সি সেকশনকে আরামদায়ক পদ্ধতি বলে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। এ আবারও তাঁর মন্তব্যকে ঘিরে ধেয়ে এল বিতর্কিত মন্তব্য। তিনি জানান, তাঁর মেয়ে বলিউড ত্যাগ করেছেন।
এই মুহুর্তে সন্তান পালনেই ব্যস্ত অভিনেত্রী। অভিনেতার কথায়, এটাই একজন মায়ের শ্রেষ্ঠ দায়িত্ব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেয়ের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে সুনীল বলেন, “একজন স্ত্রীকে এটা বুঝতে হবে যে তাঁর স্বামী কেরিয়ার সামলালে তাঁরই দায়িত্ব বাড়িতে সন্তান মানুষ করা। অবশ্যই স্বামী নিজেও সন্তানের খেয়াল রাখবেন।” সুনীলের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড়।
১৯৯১ সালে দীর্ঘদিনের প্রেমিকা মানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুনীল। যদিও এক সময় তাঁদের বিবাহ নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়েছিল। প্রেমিকা ভিন ধর্মের হওয়ায় পরিবার মেনে নেননি সেই সম্পর্ক। তবুও আজ বলিউডে অন্যতম সফল দম্পতির তালিকায় রয়েছেন তাঁরা। অভিনেতার কথায়, বর্তমান যুগের সম্পর্কে কমে গিয়েছে মানুষের ধৈর্য। সেই কারণেই বাড়ছে দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের সংখ্যা।
এই প্রসঙ্গেই অভিনেতা বলেন, “আজকাল যুগে ছেলেমেয়েদের মধ্যে ধৈর্যের অভাব হয়েছে। একটা সময়ের পর তাঁদের কাছে বিয়েটাও যেন একটা বোঝাপড়া হয়ে দাঁড়ায়। যেখানে দু’জন, দু’জনকে বুঝতে হয়। একে অপরের জন্য বাঁচতে হয়। কিন্তু আজকাল সবকিছুর ক্ষেত্রেই চাপ অনেক বেড়ে গিয়েছে।”