‘দুটো হৃদয়, তুমি-আমি…’ গানে গানেই প্রতীকের সঙ্গে প্রেমের ইস্তেহার সোনামণির!
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
পর্দার ‘শঙ্খ-মোহর’। এক সময়ে তাঁদের প্রেমের গুঞ্জন ছিল টেলিপাড়ার সর্বত্র। তবে সম্পর্ক কিংবা বিচ্ছেদ নিয়ে যেমন বাক্যব্যয়ও করেননি, তেমনই দু’টি ধারাবাহিকের পর আর একফ্রেমেও ধরা দেননি তাঁরা। কথা হচ্ছে প্রতীক সেন এবং সোনামণি সাহাকে নিয়ে। তবে দীর্ঘদিন পর দর্শকেরা তাঁদের একফ্রেমে দেখেছিলেন ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’-এর মঞ্চে। দু’জন দু’জনকে প্রশংসায় ভরিয়ে তুলেছিলেন তাঁরা।
টেলিভিশনের চর্চিত জুটি ছিলেন প্রতীক-সোনামনি। কানাঘুষো শোনাও গিয়েছিল তাঁদের বিচ্ছেদের কথা। তবে একে অপরের সঙ্গে যোগাযোগে যে মোটেই ভাটা পড়েনি, তারও প্রমাণ মিলেছিল চলতি বছরের দোলে। আবির মেখে একফ্রেমে একান্তে ধরা দিয়েছিলেন তারকাজুটি। তার পরেই প্রশ্ন ওঠে, ‘বিচ্ছেদ’-এর বিষয়টি কি নিছকই গুঞ্জন? এই ক’বছরে আরও কি কাছাকাছি এলেন দু’জনে?
সোমবার অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতাতেই মিলেছে এর উত্তর। দু’জনে একান্তে সময় কাটাচ্ছেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত পোস্ট করে ক্যাপশনে সোনামণি লেখেন, ‘তুমসা-হামসা’। নেপথ্যেও তখন বাজছে জনপ্রিয় হিন্দি গানের লাইন, ‘দো দিল সা এক সিনে মে হ্যায়, জ্যায়সে ম্যায় অউর তুম…’ হ্যাঁ, ইমরান হাশমির ‘আজহার’ ছবির গান এটি। এই লাইনের বাংলা অর্থ দাঁড়ায়, ‘দুটো হৃদয় আছে বুকে, ঠিক যেন তুমি আর আমি…’
গানের লাইনেই লুকিয়ে প্রেম। তা হলে কি গানে গানেই মনের মানুষকে মনের কথা জানালেন সোনামণি? সিলমোহর বসল কি ‘শঙ্খ-মোহর’-এর বাস্তব জীবনের প্রেমে!
যদিও অভিনেত্রীর পোস্টে গানটি যেখানে শেষ হয়েছে, তার পরেই লাইনেই রয়েছে, ‘চলো জি আজ সাফ সাফ কেহেতা হুঁ, ইতনি সি বাত হ্যায়, মুঝে তুমসে প্যায়ার হ্যায়…’ ছবির সঙ্গে এই কথাটি উহ্যই রেখেছেন নায়িকা। একইভাবে সম্পর্কের কথাও কি খোলসা করেও কিছুটা রাখঢাক করতে চাইছেন তিনি?
এই মুহূর্তে প্রতীক ও সোনামণি সম্পূর্ণ দুই ভিন্ন ধারাবাহিকে। একদিকে ‘শুভ বিবাহ’তে হানি বাফনার সঙ্গে অভিনয় করছেন সোনামণি। অন্য দিকে ইতিমধ্যেই শেষ হয়েছে রত্নপ্রিয়া দাসের সঙ্গে প্রতীকের ‘উড়ান’ ধারাবাহিক। এখন ‘জি বাংলা’র ‘দাদামণি’ হয়ে ফিরেছেন তিনি।