‘অপারেশন সিঁদুর’-এর বীরাঙ্গনা সোফিয়া কুরেশি, নিজের লেখা বই উপহার দিলেন অনুপম খের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের, যিনি কেবল অভিনয় নয়—লেখালিখিতেও সমান পারদর্শী। এ বার তাঁর লেখা আত্ম-সহায়ক বই ‘ডিফারেন্ট বাট নো লেস’ উপহার দিলেন এমন একজনকে, যাঁর ব্যক্তিত্ব শুধু উর্দিতে বাঁধা নয়, বরং জীবন্ত এক অনুপ্রেরণা—ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি। শনিবার (২৭ জুলাই) সেই সাক্ষাৎকারের ছবি পোস্ট করলেন অনুপম নিজেই। ছবিতে দেখা যাচ্ছে, তাঁদের হাতে ধরা বইটির কভারের মতোই উজ্জ্বল এক হাসি।
এই সাক্ষাতের সঙ্গে জুড়ে রয়েছে ‘অপারেশন সিঁদুর’ নামটি।এই নামের ভেতরেই লুকিয়ে আছে বহু ভারতীয় নারীর আত্মত্যাগ, নেতৃত্ব আর আত্মমর্যাদার গল্প। ‘সিন্দূর’—যা বিবাহিত ভারতীয় নারীর মঙ্গল ও আত্মপরিচয়ের প্রতীক। পহেলগাঁও হামলায় যখন বহু বিবাহিত নারী হারিয়ে ফেলেন তাঁদের স্বামীদের, সেই যন্ত্রণার মধ্যেও জন্ম নেয় প্রতিশোধ আর প্রতিরক্ষার শপথ। সেই প্রতীক দিয়েই নামকরণ হয়েছিল এই গুরুত্বপূর্ণ সামরিক স্ট্র্যাটেজির। এই অপারেশনের মুখ্য ভূমিকায় ছিলেন দু’জন মহিলা অফিসার—তার মধ্যে অন্যতম কর্নেল সোফিয়া কুরেশি। কর্নেল কুরেশি, যিনি ভারতীয় সেনাবাহিনীর সংকেত বাহিনীর একজন কর্মকর্তা এবং প্রথম মহিলা যিনি রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশনে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, তাঁর সঙ্গে ছিলেন হেলিকপ্টার পাইলট উইং কমান্ডার ব্যোমিকা সিং।
এই অপারেশন, যা ২০২৫ সালের ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার সময় ঘটে, তাতে কুরেশির নেতৃত্ব দেশকে শুধু রক্ষা করেনি, বরং ভবিষ্যতের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে—যেখানে লিঙ্গ নয়, দক্ষতাই দিয়েই কার্যত হয় নেতৃত্বের। সংবাদ সম্মেলনে তাঁর শান্ত এবং দৃঢ় নেতৃত্ব, মেপে কথা বলা, ঠান্ডা মাথায় প্রতিক্রিয়া—সবটাই ধরা ছিল ক্যামেরার ফ্রেমে।
অনুপম খের তাঁর পোস্টে লিখেছেন, ‘অপারেশন সিঁদুর: কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গভীরভাবে সম্মানিত! তাঁকে আমার চতুর্থ আত্ম-সহায়ক বই ‘ডিফারেন্ট বাট নো লেস’ উপহার দিতে পেরেছি। তিনি ভারতীয় সেনাবাহিনীর শৌর্য, মর্যাদা এবং সাহসিকতার প্রতীক। কর্নেল কুরেশি, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ! জয় হিন্দ!’ এই বইটি ব্যক্তিগত গল্প আর জীবনের শিক্ষার মাধ্যমে আত্মবিশ্বাস ও সহনশীলতাকে অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে।
অন্য দিকে, অনুপম খের তাঁর দ্বিতীয় পরিচালিত চলচ্চিত্র ‘তানভি দ্য গ্রেট’-এর জন্যেও শিরোনামে এসেছেন। এই ছবিটি একজন অটিস্টিক তরুণীর অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তৈরি, যে তার প্রয়াত বাবার সিয়াচেনে ভারতীয় পতাকাকে স্যালুট করার স্বপ্ন পূরণ করতে লক্ষ্যে অনড় । সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শুভাঙ্গী দত্ত। এছাড়াও ছবিতে রয়েছেন পল্লবী জোশী, বোমান ইরানি, জ্যাকি শ্রফ এবং অরবিন্দ স্বামী।