‘ইন্দ্রাশিস ছবির গল্পকে কোমল স্বরে বাঁধে’, পরিচালকের প্রশংসায় আর কী বললেন সৃজিত?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ঠিক দু’বছরের ব্যবধান। ২০২৩ সালে এই জুলাইতেই মুক্তি পেয়েছিল শেষ ছবি ‘নীহারিকা’। দু’বছর পর জুলাইতেই মুক্তি পেল পরিচালক ইন্দ্রাশিস আচার্যের বহু প্রতীক্ষিত ‘গুডবাই মাউন্টেন’। ‘বিলু রাক্ষস’, ‘পিউপা’, ‘পার্সেল’, ‘নীহারিকা’র পর এটি তাঁর পঞ্চম ছবি। শেষ চারটে ছবির মতো এটিও মন ছুঁয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের।

সদ্যই বিনোদন দুনিয়া ছেড়ে ইন্দ্রাশিস ফিরেছেন চাকরিজীবনে। দশটা-পাঁচটার চাকরি সামলেও ছবির প্রচারে ব্যস্ত তিনি। তবে নিজের ছবির প্রিমিয়ার, পরিচালক উপস্থিত থাকবেন না, তা কী ভাবে হয়! ইন্দ্রাশিসের সঙ্গে উপস্থিত ছিলেন টলিপারার একঝাঁক তারকারাও। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন সৃজিত।

পরিচালক জানান, ইন্দ্রাশিসের ছবি ‘গুডবাই মাউন্টেন’ দেখে মুগ্ধ তিনি। সৃজিত বলেন, “আমি দেখলাম ছবিটা। খুব ভাল লেগেছে। ইন্দ্রাশিসের ছবি আমার বরাবরই খুব ভাল লাগে।” সৃজিতের কাছে পরিচালকের সবচেয়ে পছন্দের ছবি কোনটি? তিনি বলেন, “এর আগে ও চারটে ছবি করেছেন। আমার সবচেয়ে পছন্দের ছবি হল ‘পিউপা’। এর পর রয়েছে ‘নীহারিকা’। তার পর ‘বিলু রাক্ষস’ এবং ‘পার্সেল’। আর ‘নীহারিকা’, ‘পিউপা’র পরেই খুব পছন্দের ছবি হয়ে থেকে গেল ‘গুডবাই মাউন্টেন’। খুব ভাল লেগেছে। খুব সুন্দর ছবি।”

সৃজিত আরও যোগ করেন, “এত সুন্দর এর চলন, পরিমিতি, সিনেমাটোগ্রাফি। ছবিটা আসলে ভাবায় দর্শকদের। এক অন্যরকম সম্পর্কের গল্প। এক অন্যরকম সুরে বেঁধেছেন ইন্দ্রাশিস। ওঁ প্রতিটা গল্পকেই কোমল স্বরে বাঁধেন। এমন কিছু নোট লাগায়, যা সহজে খুব একটা শুনতে পাওয়া যায় না।”

শুধু সিনেমারই নয়, সৃজিত প্রশংসা করেছেন ছবির জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ইন্দ্রনীল সেনগুপ্তেরও। পরিচালকের কথায়, “ওঁরা তো অন্যরকম প্রেমের গল্পের হিট জুটি হয়ে উঠছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *