একুশেই মাতৃত্বসুখ, একদিনের একরত্তির ছবি প্রকাশ্যে আনলেন অহনা! কার মতো দেখতে হল?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

সোমবারই এসেছে সুখবর। মা হয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। অভিনেত্রী এবং তাঁর স্বামী দীপঙ্কর রায়ের কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। বয়স মাত্র এক দিন। এরই মধ্যে একরত্তির ছবি প্রকাশ্যে আনলেন অহনা! বাবা না মা, কার মতো দেখতে হল কন্যাকে?

সন্তান জন্মের দিনই সমাজমাধ্যমে সুখবর ভাগ করে নিয়েছিলেন অহনা। মাতৃত্বকালীন ফটোশুটের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘সি ইজ হিয়ার’। এই ভাবেই জানিয়েছিলেন, কন্যা সন্তান আগমনের খবর। এক দিন পেরোতেই সন্তানের ঝলক পোস্ট করলেন তিনি। দুটি ছবি পোস্ট করেছেন। একরত্তিকে জড়িয়ে শুয়ে রয়েছেন তিনি। যদিও সেখানে তার মুখ আড়াল করে রেখেছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে, এক দিনের সন্তানের গোপনীয়তা নিয়ে যথেষ্টই সচেতন তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘২৮\৭\২০২৫…আশীর্বাদ করবেন সবাই।’

ছোটপর্দার খলনায়িকা ‘মিশকা’। বড় পর্দা এবং ছোট পর্দা, দুই মিলিয়েই অতি অল্পবয়সেই জনপ্রিয়তা অর্জন করেছেন অহনা। মাত্র ২১ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছেন মা হওয়ার। বিগত কয়েক মাস ধরে বিনোদন জগৎ থেকে কিছুটা দূরে থাকলেও সমাজমাধ্যমে নিয়মিত সক্রিয় ছিলেন তিনি। সন্তান গর্ভে থাকাকালীন প্রতি মুহুর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন তিনি। এ বার অপেক্ষার অবসান। এখন অভিনেত্রীর সব সময়টাই তাঁর কন্যাকে ঘিরে।

দীপঙ্করের সঙ্গে দীর্ঘদিনের অহনার। ২০২৩ সালে তাঁর সঙ্গে আইনি বিয়ে সারেন অভিনেত্রী। যদিও তাঁর নিয়ে কম বিতর্ক হয়নি। মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের অমতেই রূপটান শিল্পী দীপঙ্করকে বিয়ে করেছিলেন অহনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *