মাতাল হয়ে গাড়িচালককে মারধর! ধর্ষণ মামলার পর ফের নয়া বিতর্কে নোবেল
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
তিনি এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক। কিছুদিন আগেই ধর্ষণের মামলা দায়ের হয়েছিল মনিউল আহসান নোবেলের বিরুদ্ধে। যদিও আদালতের নির্দেশ মেনে সেই অভিযোগকারিণীকে বিয়ে করেছিলেন তিনি। পরে জানা যায় বাবাও হতে চলেছেন গায়ক। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই ফের নয়া বিতর্কের কেন্দ্রে পড়লেন তিনি। আবারও তাঁর জায়গা হল সেই থানাতেই! ফের কী ঘটালেন বাংলাদেশের এই শিল্পী।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নোবেলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, রবিবার তিনি মত্ত অবস্থায় এক ক্যাব চালককে মারধর করেন। মধ্যরাতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় মিরপুর মডেল থানায়।
জানা যায়, কল্যানপুর থেকে হাবুলের পুকুরপাড় এলাকায় যাচ্ছিলেন নোবেল। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। চালক আকবর হোসেন তাঁকে গাড়ি থেকে নামার জন্য জোর করতেই, নোবেল গালাগালি দেওয়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, মদ্যপ অবস্থায় গাড়িচালককে মারধর করতে শুরু করেন তিনি। এরপরেই চিৎকার করে আশেপাশের মানুষ চলে আসেন সেখানে। এর পর স্থানীয়রাই পুলিশকে খবর দেয়।
মাস কয়েক আগেই তিনি নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, সব ভুল শুধরে নেবেন। কিন্তু তা আর হচ্ছে কই? গত মে মাসে, অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে নোবলেকে গ্রেফতার করে স্থানীয় ডেমরা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ধর্ষণ করে সেই ভিডিও রেকর্ডিং করে, ছড়িয়ে দেন তিনি। এর পর সাত মাস সেই মহিলাকে জোর করে নিজের কাছে আটকে রাখেন বলেও অভিযোগ।