আমির খানের বাড়িতে হঠাৎ পুলিশের হানা! কী ঘটেছিল সেদিন?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সম্প্রতি বলিউড তারকা আমির খানের বান্দ্রার বাড়িতে প্রায় ২৫ জন আইপিএস আধিকারিকের আকস্মিক হানাতে মুম্বই-সহ সারা দেশের সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে। সেই মুহূর্তের একটি ভিডিও—যেখানে দেখা যায় পুলিশ ভ্যান ও পুলিশ আধিকারিকের একটি বাস বেরিয়ে যাচ্ছে অভিনেতার বাড়ি থেকে। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে ঠিক কী কারণে হঠাৎ আমিরের বাড়িতে হানা দিলেন পুলিশ আধিকারিকেরা?
মিলেছে এ বার সেই প্রশ্নের উত্তর। জানা গিয়েছে, এই আকস্মিক সফর কোনও অপ্রত্যাশিত ঘটনার জন্য নয়, বরং এটি ছিল এক সৌজন্য সাক্ষাৎ। যাঁরা এসেছিলেন, তাঁরা সকলেই ছিলেন প্রোবেশনারি আইপিএস আধিকারিক । তাঁরা অভিনেতা আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং আমির খান সানন্দে তাঁদের নিজের বাড়িতে স্বাগত জানান । এই খবর নিশ্চিত করেছেন অভিনেতার মুখপাত্র।
এমনটা কিন্তু এই প্রথম নয়। ১৯৯৯ সালে ‘সারফরোশ’ মুক্তির পর থেকেই পুলিশ প্রশিক্ষণার্থীদের কাছে তিনি যেন বাস্তবের ‘অজয় রাঠোর’ ।সেই ছবিতে একজন কঠোর এবং আদর্শবাদী আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করে তিনি অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন। বহুবার তাঁরা এসেছেন, তিনি তাঁদের সময় দিয়েছেন। এটা তারই ধারাবাহিকতা।
পুলিশ আধিকারিকদের কোনও অভিনেতার বাড়িতে প্রবেশ বা প্রস্থানের দৃশ্য সাধারণত গুঞ্জন তৈরি করে। ফলে ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। অনেকেই নানা জল্পনা শুরু করেন, কেউ কেউ ধরেই নেই, হয়ত কোনও খারাপ খবর আছে। কিন্তু পরে আমিরের দলের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা সকলেই ছিলেন প্রোবেশনারি আইপিএস আধিকারিক এবং অভিনেতার সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন এবং আমির তাঁদের আবদার রেখেছেন।