দিতিপ্রিয়ার সঙ্গে ফাঁস চ্যাট, জীতুর কটাক্ষ, ‘ভিকটিম কার্ড খেলাটা সমাজে প্রথম নয়’
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের প্রধান নায়ক-নায়িকা তাঁরা। কিন্তু সেটে দু’জনের সম্পর্কের সমীকরণ নিয়ে গুঞ্জন প্রথম থেকেই। কিন্তু গত সোমবার রাতে সবটাই প্রকাশ্যে। যে মুহুর্তে শহর মেতে ‘ধূমকেতু’র ইভেন্টে। এমন সময়তেই সোশ্যাল মিডিয়ায় যেন বোমা ফাটান দিতিপ্রিয়া রায়। সহ-অভিনেতা জীতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছুড়ে দেন তিনি। এ বার তারই জবাব দিলেন অভিনেতা। এমনকি প্রকাশ্যে আনলেন দিতিপ্রিয়ার সঙ্গে দিনরাতের যাবতীয় কথোপকথনের ছবি।

জীতুর নাম না করেই দিতিপ্রিয়া লিখেছিলেন, রাত-বিরেতে সহ-অভিনেতার কিছু মেসেজে বেশ বিব্রতবোধ করেন তিনি। তিনি ‘গর্ভবতী কি না’, এমন প্রশ্ন, কৃত্রিম মেধা দ্বারা বানানো তাঁদের দু’জনের একটি চুম্বনের ছবি পাঠানো, সব কিছু নিয়েই বিরক্তি উগরে দিয়েছিলেন তিনি। এ বার অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনলেন জীতু। অভিনেতাও কারও নাম উল্লেখ করেননি। লিখলেন, ‘ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে। কিন্তু এই মেয়েটির কোনও দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পিছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। যাঁরা দিচ্ছেন তাঁরা কিন্তু বিপদের সময় পাশে দাঁড়াবে না।’

যদিও এখানে তিনি তাঁর সহ-অভিনেত্রীকে মার্জনা করে দেওয়ার কথা বললেও তিনি যে দিতিপ্রিয়ার দিকে কটাক্ষের আঙুল তুলেছেন, তা বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি নেটিজেনদের। জীতু লেখেন, “এটা তো নিছক ব্যক্তিগত নয়। এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা।
ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম! কারণ একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে, সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর। ‘রাখাল যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না।’ তবুও ছোট তো, একটু স্নেহ ভালবাসা দিয়ে মার্জনা করবেন। আমি সামনাসামনি কথা বলি না। সত্য কথা। আমি স্টুডিয়োতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোও বিষয় নিয়ে চর্চা করি না। সত্য কথা। আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা।”
অভিনেতা প্রসঙ্গ তোলেন দিতিপ্রিয়ার বাস্তব জীবনের প্রেমিককে নিয়েও। শেসের দিকে তিনি যোগ করেন, ‘মেয়েটি ভাল। শিক্ষিত মেয়ে।
হ্যাঁ, একটু অপরিণত। আর নিজের প্রেমিকের জন্য জীবনটুকু পর্যন্ত দিতে পারে। আর প্রেমিক মহাশয়কে বলছি, এনাকে যত্ন করে রাখবেন প্লিজ হাতছাড়া করবেন না। আপনি রত্ন পেয়েছেন।”