কোন পথে আইএসএল? সোমবার সুপ্রিম রায়, সম্ভাবনা থাকলেও জটিল অঙ্ক

0

স্পোর্টস ডেস্ক: ‘জটিল অঙ্ক এক কষতে দিলাম…’। আইএসএল হবে কি হবে না, তা যেন ধাঁধার চেয়েও জটিল। বৃহস্পতিবার যৌথভাবে প্রস্তাব পেশ করেছে এআইএফএফ এবং এফএসডিএল। সোমবার চূড়ান্ত রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এফএসডিএল বৃহস্পতিবারের যৌথ প্রস্তাবে জানিয়েছে, তারা এই চুক্তির শর্ত ছেড়ে দিচ্ছে। ফেডারেশনকে তারা জানিয়ে দিয়েছে, আইএসএল চালানোর জন্য ফেডারশন নতুন টেন্ডার ডাকতে পারে। অর্থাৎ, এফএসডিএলের পরিবর্তে নয়া কোনও সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে পরবর্তী আইএসএল আয়োজন করতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন৷সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত সোমবার বৈঠকে বসেছিল দু’পক্ষ।

প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ করতে রাজি হয়েছে উভয় পক্ষ। তাতে এফএসডিএল চুক্তি না করলে, নতুন করে টেন্ডার ডাকতে হবে ফেডারেশনকে। ফলে যা শোনা গিয়েছিল তা হয়নি। চু্ক্তি, এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফেডারেশনকে নয়া বাণিজ্যিক সঙ্গী খুঁজে নেওয়ার বিষয়েও নো-অবজেকশন সার্টিফিকেট দিয়েছে এফএসডিএল৷ তা ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে৷এছাড়াও আর্থিক দিক থেকেও এফএসডিএল প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি অনুযায়ী অর্থ প্রদান করবে। ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে আইএসএলের নামও বদলে যেতে পারে। নতুন নামকরণ হতে পারে।

যারা টুর্নামেন্টের দায়িত্বে আসবে, তাদের অবশ্যই ডিসেম্বরে আইএসএল শুরু করে দিতে হবে। নাহলে, মরশুমের মধ্যে শেষ করা অসম্ভব। তবে এসবের মধ্যেই ধাঁধার মতো আটকে আছে ফেডারেশনের নির্বাচন। টেন্ডার ডাকবে কোন কমিটি আর কোন কমিটি তা পাশ করাবে! ফিফা আবার এরমধ্যেই হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, দ্রুত সেরে ফেলতে হবে নির্বাচন, নাহলে নির্বাসনের খাঁড়া ঝুলছে। সূত্রের খবর, শোনা যাচ্ছে এফএসডিএল কোনওভাবেই কল্যাণ চৌবের সঙ্গে কাজ চালিয়ে যেতে রাজি নয়। বরঞ্চ তাঁরা এআইএফএফ-এর প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেলকেই চাইছে। তা হলে, ফের এফএসডিএলই আইএসএল করবে নতুন চুক্তি করে। যা বোঝা যাচ্ছে, কল্যাণ সরলে তবেই কি কল্যাণ হবে ভারতীয় ফুটবলে? সোমবার সুপ্রিম রায়ের ওপর নির্ভর করবে অনেক কিছুই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *