‘স্লিভলেস ব্লাউজ’ বিতর্কে শ্বেতাকে কটাক্ষ স্বস্তিকার, ‘আমি সতী’ পাল্টা জবাব নায়িকারও
এন্টারটেইনমেন্ট ডেস্ক: স্লিভলেস ব্লাউজ পরা মানেই শরীর বেচা! সম্প্রতি এমনই একটি মন্তব্যকে ঘিরে কটাক্ষে জড়িয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এই মুহুর্তে তাঁকে ঘিরেই সরগরম সমাজমাধ্যমের পাতা। কটাক্ষের বাণ ছুড়েছেন অনেকেই। এরই মধ্যে এক উল্লেখযোগ্য নাম হল স্বস্তিকা মুখোপাধ্যায়। শ্বেতার নাম সরাসরি না নিয়েই নায়িকাকে একহাত নিয়েছেন স্বস্তিকা। সমাজমাধ্যমে তাঁকে ‘ছোট পর্দার অভিনেত্রী’ বলে সম্বোধন করে স্বস্তিকা লেখেন, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন অভিনেত্রীরা হাত কাটা ব্লাউজ পরতেন, পরেছেন এবং পরেন? আমার মা পরতেন, উনি অবশ্য গৃহবধূ ছিলেন। আমার মাথায় যে নামগুলো আসছে লিস্ট করছি। প্লিজ আপনাদের মনে পড়লে আরও নাম যোগ করবেন। শুনলাম টিভিতে কাজ করেন এমন একজন অভিনেত্রী বলেছেন হাতকাটা ব্লাউজ পরা মানে শরীর বেচা। আমার তো তাহলে আর শরীরটাই নেই, আমি মিস ইন্ডিয়া, দেখা যায় না। আমি অদৃশ্য।’

স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এহেন মন্তব্য ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি। স্বস্তিকার এই মন্তব্য চোখে পড়েনি শ্বেতার। আডিশনের কাছে শুনেই পাল্টা জবাব দিল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের ‘শ্যামলী’। অভিনেত্রী সহজভাবেই বলেন, “হয় তো স্বস্তিকাদির বুঝতে ভুল হয়েছে। আমি জানিয়েছিলাম, অনেক বছর আগে একজন আমাকে এক অনুষ্ঠানে বলেছিলেন হাত কাটা ব্লাউজ পরতে। তিনি আমাকে বলেছিলেন যে শরীর না দেখালে নাকি ইন্ডাস্ট্রিতে কাজ করা যায় না। তাঁকে আমি উত্তরে বলেছিলাম যে আমি এখানে আমার প্রতিভা বেচতে এসেছি, শরীর নয়। আমি সকলের উদ্দেশ্যে বলিনি এটি।” শ্বেতা আরও যোগ করেন, “স্বস্তিকাদি হয়তো আমার সাক্ষাৎকারটা দেখেননি। বা হয়তো আমার বোঝাতে কোথাও ভুল হয়েছে। স্বস্তিকাদি অনেক সম্মানের। বরং যাঁরা হাতকাটা ব্লাউজ পরেন, তাঁদের দেখে আমি ভাবি, ‘কত সুন্দর ভাবে সামলাচ্ছে। আমি কেন পারি না!’ এই সমস্যাটা আমার। আমার তেমন আত্মবিশ্বাস নেই। যাঁরা পরতে পারেন, তাঁরা খারাপ নন। আমি কোথায় বলেছি যে হাতকাটা পরলেই সে খারাপ আর আমি সতী? হ্যাঁ, আমি জানি আমি সতী। কিন্তু হাতকাটা ব্লাইজ পরি না বলে আমি ভাল, এমনটা বলিনি। যাঁরা পরে তাঁরাও সতী। আমি পরি না, আমিও সতী।”