ফের শীর্ষে ‘পরশুরাম’! কত নম্বর পেল জীতু-দিতিপ্রিয়ার ধারাবাহিক?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
অগাস্টে স্বাধীনতা দিবস। অর্থাৎ একটি বাড়তি ছুটি। টিআরপি তালিকাটিও তাই এল এক দিন দেরিতে। প্রতি সপ্তাহে বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে এটি। এ বার শুক্রবার এল ধারাবাহিকের রিপোর্ট কার্ড। চলতি সপ্তাহটি সত্যিই মোড় ঘোরানো। কে রইল শীর্ষে? কারাই বা গেল বেরিয়ে প্রথম পাঁচ থেকে।
বেশ কিছু সপ্তাহ ধরে শীর্ষস্থান ধরে রেখেছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। অন্য দিকে ‘নবাগত’ হয়েও ভালই ফল করছেন ‘রাণী ভবানী’ও। তবুও ছাপিয়ে যেতে পারলেন না তৃণা সাহা এবং ইন্দ্রজিত অভিনীত এই ধারাবাহিককে। এই সপ্তাহে ৭.০ পেয়ে প্রথম স্থানে রয়েছে ‘পরশুরাম’। অন্য দিকে ৬.৯ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। একই নম্বর পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হল ‘চিরসখা’। তৃতীয় স্থানেও একই সঙ্গে দুটি ধারাবাহিক। ‘পরিণীতা’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ‘জগদ্ধাত্রী’র। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬.৬। ৬.৪ নম্বর পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘ফুলকি’। পঞ্চবাণ মেরেছে ‘রাঙামতী তীরন্দাজ’। প্রাপ্ত নম্বর ৬.১।
সম্প্রতি জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের বচসা ঘিরে চর্চায় উঠে এসেছিল ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। যদিও নায়ক-নায়িকার মধ্যে ব্যক্তিগত স্তরে সব মিটমাট হয়ে গেলেও ধারাবাহিককে ঘিরে আলোচনা থামেনি বললেই চলে। চলতি সপ্তাহে আর্য-অপর্ণার প্রেমের গল্প বেশ মনে ধরেছে দর্শকদের। ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে এটি। সপ্তম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’ ধারাবাহিক। অষ্টম স্থানে একইসঙ্গে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গৃহরপ্রবেশ’।