অঙ্কুশকে ইডির সমন! কোন আইনি গেরোয় জড়ালেন টলি অভিনেতা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পেশগত দিক থেকে বেশ ব্যস্ততার মধ্যেই কাটছে সময়টা। সামনেই পুজোয় ছবিমুক্তি। এর মধ্যেই আইনি ফাঁপরে জড়ালেন অভিনেতা অঙ্কুশ হাজরা। জানা গিয়েছে, তাঁকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু কেন? শোনা যাচ্ছে, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গেই জড়িয়েছে অভিনেতার নাম।
তবে শুধু অঙ্কুশই নন, মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে এই একই কারণে মামলা দায়ের করা হয়েছে। তালিকায় রয়েছেন বহু নেটপ্রভাবী-সহ একাধিক বলিউড এবং দক্ষিণের অভিনেতাও। সেই তালিকায় কি এ বার নাম যুক্ত হল অঙ্কুশেরও। এর আগে এই সংক্রান্ত ঘটনায় কোনও বাঙালি অভিনেতার নাম প্রকাশ্যে আসেনি। আপাতত জিজ্ঞেসাবাদের জন্য হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে অঙ্কুশকে।