মেয়ের চোখে সাধারণ ‘বাবা’ থেকে সুপারহিউম্যানের গল্পে বিক্রম

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক : এই প্রথমবার বাবা-মেয়ের সম্পর্কের এক অসাধারণ গল্প নিয়ে বড় পর্দায় আসতে চলেছে পরিচালক জিৎ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবা’। সাধারণত সন্তানের জীবনে মায়ের অবদান নিয়েই বেশি আলোচনা হয়, কিন্তু এই ছবিতে এক বাবাকে কেন্দ্র করে লেখা হয়েছে এক অন্যরকম কাহিনি। এক সাধারণ বাবা তাঁর দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতে কতটা অসাধ্যসাধন করতে পারে, একজন সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সেই গল্পই শোনাবে এই ছবি।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। জীবনে এই প্রথমবার তিনি বাবার ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে তাঁর চরিত্রের নাম গৌরব। বিক্রমের বিপরীতে রাই চরিত্রে দেখা যাবে নবাগতা কিরণ মজুমদারকে। এই ছবির মধ্য দিয়ে তার রূপোলি পর্দায় অভিষেক হচ্ছে। তাদের দেড় বছরের শিশুকন্যার চরিত্রে রয়েছে শিশুশিল্পী অশ্লেষা।

বিক্রম জানিয়েছেন, এটা তাঁর জীবনের প্রথম বাবার চরিত্র। তিনি চান, দর্শক তাঁকে নতুনভাবে দেখুক। সাধারণত দর্শকমহল মায়ের ভূমিকা নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে, কিন্তু বাবার চরিত্রে একজন মানুষ কী ভাবে সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সন্তানকে বাঁচাতে তাঁর যা কিছু করার তা করতে পারে, সেই গল্পটাই উঠে আসবে এই ছবিতে।

ছবির গল্পে ‘গৌরব’ আর ‘রাই’ এক দম্পতি। তাদের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচানোর জন্য গৌরবের এই অসম লড়াই শুরু হয়। এই যাত্রাপথে উঠে আসে শিশু পাচার চক্রের মতো গুরুতর বিষয়। তবে পরিচালক জিৎ চক্রবর্তী জানিয়েছেন যে, এই ছবি শুধু সম্পর্কের গল্প নয়, এতে রহস্য এবং অ্যাকশনেরও দারুণ এক মিশেল রয়েছে। ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হবে কলকাতা বন্দর এবং ফলতার কারখানার মতো এলাকায়।

বিক্রম ছাড়াও ছবিতে দেখা যাবে একঝাঁক প্রতিভাবান তারকা। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অপরাজিতা আঢ্য, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, অরিত্ৰ গঙ্গোপাধ্যায় এবং মমতা শঙ্কর। বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন রাজনীতিক পার্থ ভৌমিক।

এই ছবির মধ্য দিয়েই পরিচালক জিৎ চক্রবর্তী নিজের প্রযোজনা সংস্থা ‘এন্টারটেইনমেন্ট কি জিৎ’ শুরু করছেন। ‘টস ফিল্মসে’র সাথে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে তাঁর এই সংস্থা। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে ছবির শুটিং। তাই বিক্রম চট্টোপাধ্যায়কে বাবা হিসেবে দেখার জন্য অপেক্ষায় দর্শকরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *