পাঁচটা বড় ছবি দিয়ে ব্যবসা করা গেলেও ইন্ডাস্ট্রি চালানো যায় না: অঙ্কিতা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় মুখ। বাংলার পাশাপাশি মুম্বইতেও বেশ পসার জমিয়েছেন তিনি। আপাতত একের পর এক কাজ নিয়ে ব্যস্ত। মাঝে কিছু সময়ের বিরতি। সেই ফাঁকেই মেতে উঠলেন গণপতি আরাধনায়। কথা হচ্ছে অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীকে নিয়ে।

দীর্ঘদিন পর কলকাতায় কোনও পুজো উপভোগ করছেন অভিনেত্রী। বর্তমান ঠিকানা এখন মুম্বই বলা চলে। সদ্যই সেখানে শেষ হয়েছে তাঁর অনুষ্ঠান। বোম্বে গিয়ে কতটা নতুন করে অঙ্কিতা চিনলেন বাংলা ইন্ডাস্ট্রিকে? ওয়াকিবহাল মহল বলছে, এটাই নাকি ইন্ডাস্ট্রির ভাল সময়। অভিনেত্রীও কি সহমত? অঙ্কিতা বলেন, “আমার খুব ভাল লাগছে ইন্ডাস্ট্রিকে দেখে। তবে আমার আরও ভাল লাগবে যদি বাংলার তথাকথিত চারটে-পাঁচটা প্রযোজনা সংস্থা বাদ দিয়েও তুলনায় ছোট ছোট প্রযোজনা সংস্থা এবং ছবিগুলিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এতে ইন্ডাস্ট্রির জন্যেও অনেকটা সুবিধা হবে। পাঁচটা বড় ছবি দিয়ে অবশ্যই ব্যবসা করা যায়। কিন্তু এতে ইন্ডাস্ট্রি চলে না। এখানে এতজন অভিনেতা, কলাকুশলী রয়েছেন। আমি চাই বড় কাজগুলিও ছোট কাজগুলির পাশে দাঁড়াক। কাজ ছড়িয়ে যাক সকলের মধ্যে। তা হলেই বাংলা ছবিকে চালানোর জন্য আলাদা করে কোনও পরিশ্রম করতে হবে না।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed