সিএবির পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আকাশ দীপকে স্মারক তুলে দিলেন সৌরভ
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে দুরন্ত বাংলার পেসার। ১০ উইকেট তাঁর ঝুলিতে। ব্যাট হাতেও দাঁতে দাঁত চেপে লড়াই। সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকাশ দীপকে বুকে টেনে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ডানহাতি পেসারের হাতে স্মারক তুলে দিলেন তিনিই। শনিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে আকাশ দীপকে সংবর্ধিত করল সিএবি।
ইংল্যান্ড থেকে ফেরার পর আকাশ এই প্রথম কলকাতায় এলেন আকাশ দীপ। পুরস্কার নিয়ে আকাশ বলেন, ‘খুব ভাল লাগছে। ঘরে সম্মানিত হলাম, গর্বের বিষয়।’ সিএবি’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অরুণ লাল, ঝুলন গোস্বামীরা। এই অনুষ্ঠানে এসেই ইংল্যান্ড সফর নিয়ে আকাশ বলেন, ‘এজবাস্টনে ১০ উইকেট নেওয়ার কথা ভেবে বল করিনি। নিজের ছন্দে বল করার উপর জোর দিয়েছি। জানতাম কোনও দিন ফল পাব, কোনও দিন পাব না। সেদিন পেয়েছি। সঙ্গে দল জিতেছে, সেটা বাড়তি আনন্দের।’ জাতীয় দল। তারকা সম্মান তাতে অবশ্য জীবনে প্রভাব ফেলতে দিতে চান না আকাশ। বলেন, আমার জীবনে তেমন কোনও বদল আসেনি। সাফল্য বা ব্যর্থতা আমার উপর প্রভাব ফেলে না। লোকে হয়তো ভাবছে বদল এসেছে।
এদিন সিএবির পক্ষ থেকে অরূপ ভট্টাচার্য ও শ্যামা সা’কে জীবনকৃতি পুরস্কার প্রদান করা হয়। তাদের হাতে সিএবির ব্লেজার ও ২ লাখ টাকা তুলে দেওয়া হয়। এবার সুদীপ ঘরামী পেয়েছেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মান। জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার-এর পুরস্কার পেয়েছেন শাহবাজ আহমেদ। সায়ন ঘোষ সেরা ফাস্ট বোলারের পুরস্কার পান। সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তনুশ্রী সরকার। অনুষ্ঠানে মহিলাদের অনূর্ধ্ব ১৫ একদিনের জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্যদের পুরস্কৃত করা হয়। ভারতীয় দলে বাংলার দুই ক্রিকেটার আকাশ দীপ ও অভিমন্যু ঈশ্বরণ কে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
