মিমিকে দীপিকার সঙ্গে তুলনা শুভশ্রীর, ‘লেডি সুপারস্টার’-এর গালে পাল্টা চুমু আঁকলেন নায়িকা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: তাঁদের সম্পর্কের সমীকরণ সকলেরই জানা। এক সময় নাকি দু’জনের বার্তালাপ বলতে কেবলই সৌজন্য সাক্ষাৎ। অনেক সময়ে একজনের প্রসঙ্গ উঠলে প্রায় এড়িয়েই যেতেন অপর জন। তবে এখন ধীরে ধীরে অনেকটাই বদলেছে সমীকরণ। তাঁরা হলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছু মাস আগেও মিমির ‘দুষ্টু কোকিল’ গানে কোমর দুলিয়েছিলেন শুভশ্রী। পা মিলিয়েছিলেন মিমিও। এ বার একটি ভিডিয়োয় বলিউডের দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিমির তুলনা করলেন শুভশ্রী।
বুধবার সমাজমাধ্যমে একসঙ্গে একটি রিল ভাগ করে নিয়েছেন দুই নায়িকা। সেখানে দেখা যাচ্ছে শুভশ্রী বলছেন, “বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের আছে মিমি।” পাশ থেকে পোজ দেন অভিনেত্রী। তার পরেই শুভশ্রীকে ‘লেডি সুপারস্টার’ বলে সম্বোধন করে তাঁর গালে চুম্বন এঁকে দেন মিমি। ভিডিয়োটি ভাগ করে নিয়ে দুই নায়িকা লিখেছেন, ‘এই বছরের সেরা যুগলবন্দি।’ ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দুই অভিনেত্রীর অনুরাগীরাই।
মিমি ও শুভশ্রীকে নিয়ে সম্পর্কের ইতিহাস সকলেরই জানা। শুভশ্রীর সঙ্গে বিয়ের আগে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিলেন মিমি। তবে এখন সে সব অতীত। দু’জনেই মন দিয়েছেন নিজের নিজের জীবনে। অভিমানের পাহাড় গলে সবটাই হয়েছে সাধারণ। মিমির জন্মদিনে কখনও উপহার পাঠিয়েছেন শুভশ্রী আবার কখনও শুভশ্রীর দুই সন্তানের জন্য উপহার এসেছে মিমির তরফে। দুই নায়িকাকে কি একসঙ্গে কখনও দেখা যাবে আবার? অপেক্ষায় অনুরাগীরা।