প্রয়োজন বিপুল টাকা! রিয়্যালিটি শোয়ে খেলতে আসা মহিলার সন্তানের দায়িত্ব নিলেন কোয়েল
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সন্তান অসুস্থ। চিকিৎসার জন্য চাই বিপুল অঙ্কের টাকা। সেই কারণেই রিয়্যালিটি অনুষ্ঠানের মঞ্চে খেলতে আসা। কিন্তু এত কিছুর পরেও অনুষ্ঠানে পরাজিত হন মহিলা। তা হলে টাকার জোগাড় কী ভাবে হবে? এ বার সেই দায়িত্বই নিজের কাঁধে তুলে নিলেন কোয়েল মল্লিক।
ওই মহিলার কন্যার মূত্রনালীতে সংক্রমণ। অভিনেত্রী হলেও কোয়েল একজন মা। ওই মহিলার কন্যাও তো তাঁর নিজের সন্তানসম। কিছু দিন আগেই একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আপন করে নিয়েছিলেন অভিনেত্রী। এ বার আবারও সর্বসমক্ষে পরিচয় দিলেন নিজের মানবতার।
শীঘ্রই নতুন রূপে সম্প্রচারিত হতে চলেছে ছোটপর্দার রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই অনুষ্ঠানেরই প্রথম পর্বে উপস্থিত থাকবেন কোয়েল। অনুষ্ঠানে সেই মহিলা এসেছিলেন সন্তানের চিকিৎসার খরচ সংগ্রহ করতে। কিন্তু পরাজিত হন খেলায়। স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তিনি। ওই মঞ্চেই অভিনেত্রী জানান, ওই বাচ্চার অস্ত্রোপচারের দায়িত্ব তিনি নেবেন। কোয়েলের মতে, “খেলায় হার-জিত থাকলেও কেউ পুরোপুরি হেরে যেতে পারে না।”