অলস রবিবারে গ্লাভস হাতে অক্ষয়, হঠাৎ কী উদ্যোগ নিলেন বলি তারকা
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
পরনে শার্ট, প্যান্ট, হাতে গ্লাভস, রবিবার সকালে এই অবস্থাতেই ধরা দিলেন অক্ষয় কুমার। শহরের জঞ্জাল পরিষ্কার করতে নেমেছেন তিনি। অবশ্য একা ছিলেন না, অভিনেতাকে সঙ্গ দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীস। ছিলেন
বিএমসি কমিশনার ভূষণ গগরানিও।
সদ্যই গিয়েছে গণেশ চতুর্থী। গোটা মায়ানগরী মুম্বইয়ের অলিতে-গলিতে উৎসবের আমেজ। এর চিহ্নও স্পষ্ট জুহুর সৈকতে। বিসর্জনের পরে গণেশমূর্তির সাজসজ্জার নানা অংশ, ফুল, মালা ইত্যাদি পড়েছিল সেখানে। সেই সবই পরিষ্কার করার দায়িত্ব নিলেন অভিনেতা।
অক্ষয়ের কথায়, “প্রধানমন্ত্রীও বলেন নিজের শহরকে পরিষ্কার রাখার কথা।” তাঁর মতে, “পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু শুধু সরকারের দায়িত্ব নয়। শুধু বিএমসি-রও দায়িত্ব নয়। সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে।”