দুর্গা বেশে দেবশ্রী রায়ের শক্তি বন্দনা মঞ্চে, ‘নীরব হাততালি’ ঋতুপর্ণার
এন্টারটেনমেন্ট ডেস্ক:
বাংলা সিনেমার ইতিহাসে দু’জনেই দাপুটে অভিনেত্রী। ঝুলিতে একের পর এক হিট ছবি। কথা হচ্ছে দেবশ্রী রায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে।
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও ইন্ডাস্ট্রির অন্দরে একে অন্যের প্রতি যখন কাদা ছোড়াছুড়ি লেগেই চলেছে, সেখানে দাঁড়িয়ে এখনও সৌহার্দ্য বজায় রাখতে শেখাচ্ছেন কিছু তারকারা।
কিছুদিন আগের ঘটনা, মহালয়ার আগে দেবী দুর্গার বেশে ধরা দিয়েছিলেন দেবশ্রী। মঞ্চে বর্ষীয়ান শিল্পীর নৃত্য পরিবেশন মুগ্ধ করেছিল অনুরাগীদের। সেই দলে রয়েছেন অনুজ ঋতুপর্ণাও।

দেবশ্রী রায়ের নৃত্য পরিবেশনের ভিডিও বন্দি হয়েছিল আডিশনের ক্যামেরায়। ভিডিও প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া জানালেন ঋতু। আডিশনের পোস্ট করা দেবশ্রী রায়ের ভিডিওকে ‘লাইক’ করেছেন অভিনেত্রী।
অনেকেই এর ‘স্ক্রিনশট’ পোস্ট করে ঋতুপর্ণার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কেউ লিখেছেন, ‘এত বড়ো মাপের তারকা হয়েও নিজের মধ্যে একটা বড় মনের মানুষ লুকিয়ে রেখেছেন ঋতুদি।’ আবার কেউ লেখেন, ‘আমার খুব পছন্দের অভিনেত্রী দু’জনেই।’
