ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে রাজত্ব ভারতের, সেরা পরিচালকের খেতাব অনুপূর্ণার
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, আর সেখানেই রাজত্ব ভারতের। ‘অরিজন্টি’ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন অনুপূর্ণা রায়। ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির হাত ধরেই পুরস্কার এসেছে ঘরে।
মুম্বইয়ে বসবাসকারী দুই মহিলার জীবনের গল্প বলে এই ছবি। এই পুরস্কার জিতে যেন প্রত্যেক নারীর লড়াইকে কুর্নিশ জানালেন পরিচালক।
এ দিন অনুপূর্ণার হাতে পুরস্কার তুলে দেন ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনো। সম্মান জিতে আবেগে ভাসেন পরিচালক।