বাস্তবের স্বামী-স্ত্রী পর্দার ‘মহিষাসুর-দুর্গা’! ইধিকার সঙ্গে মহালয়ার চমক থাকছে আর কী কী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পুজোর মাসে টিভির পর্দার মহালয়াকে ঘিরে মুখিয়ে থাকেন দর্শকরা। পরিচিত কোন তারকা ধরা দেবেন কোন চরিত্রে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। এ বার তারই অবসান। সম্প্রতি ‘জি বাংলা’ প্রকাশ্যে আনল তাদের ‘মহালয়া’র ঝলক। আগামী ২১ সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে সম্প্রচারিত হবে ‘জাগো মা, জাগো দুর্গা’।








