দিশা পটানির বাড়ির সামনে চলল গুলি! ‘আর কেউ বাঁচবে না’, হুমকি কাদের?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের তারকারা কি আদৌ নিরাপদ? বিগত কিছু ঘটনার পর এমনটাই প্রশ্ন উঠতে বাধ্য। সলমন খান, কপিল শর্মার পর এ বার অভিনেত্রী দিশা পটানি। গুলি চলল অভিনেত্রীর বরেলির বাড়ির সামনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর রাতে। এর দায় স্বীকার করেছেন গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। অভিযোগ, হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন নাকি দিশা।
সমাজমাধ্যমে পোস্ট করে এই ঘটনার দায় স্বীকার করেছেন গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। হিন্দিতে লেখা এই পোস্টের বক্তব্য, বিনোদন ইন্ডাস্ট্রিকে সাবধান করে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। সেই পোস্টে লেখা, ‘জয় শ্রী রাম.. আমার সমস্ত ভাইদের রাম রাম। আমি বীরেন্দ্র চরণ আর মহেন্দ্র শরণ (দেলানা) ভাইয়েরা আর খুশবু পটানি ও বলিউড অভিনেত্রী দিশা পটানির বাড়ির সামনে গুলিবর্ষণ করি। ভিলা নম্বর ৪০, সিভিল লাইন্স, বরেলি, ইউপি। আমরাই এই ঘটনা ঘটিয়েছি। উনি আমাদের সন্ন্যাসী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। আমাদের সনাতন ধর্মকে ছোট করে দেখাতে চেয়েছেন। ওঁর এই অপমান আমরা সহ্য করব না। তবে এটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল। এরপরে এই বাড়ির কেউ যদি সনাতন ধর্মকে অপমান করার সাহস দেখান, তাহলে বাড়ির কেউ আর বাঁচবেন না।’