‘শারীরিক নির্যাতন…’ কলকাতার কোরিয়োগ্রাফারের সঙ্গে প্রেমের মাশুল গুনছেন নয়না!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কলকাতার মেয়ে তিনি। কর্মসূত্রে মুম্বইনিবাসী হলেও টলিউডের বহু চর্চিত মুখ তিনি। বিশেষ করে ‘হইচই’-এর ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজটি দেখে থাকলে অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়কে চিনতে খুব বেশি দেরি হবে না। ‘কিরণময়ী’র চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন পর্দা থেকে দূরে। কিন্তু কেন? অবশেষে এই ‘একান্ত ব্যক্তিগত’ কারণ নিয়ে সর্বসমক্ষেই মুখ খুললেন নায়িকা। বলাবাহুল্য, মধ্যরাতে রীতিমতো বোমা ফাটালেন তিনি।

শারীরিক এবং মানসিকভাবে নির্যাতিত অভিনেত্রী। নয়না জানান, কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে সম্পর্ক থাকারই মাশুল গুনতে হচ্ছে তাঁকে। সমাজমাধ্যমে লিখলেন, ‘কিছু ব্যক্তিগত বিষয় এ বার আপনাদের জানানোর সময় এসে গিয়েছে। তিন বছর ধরে আমি কোনও মাধ্যমেই সেই ভাবে কাজ করিনি। কাজ না করার কারণটা ভীষণ ব্যক্তিগত ছিল। তবে এ বার বাধ্য হলাম সামনে আসতে। কলকাতার এক কোরিওগ্রাফারের সঙ্গে শেষ কিছু বছর আমি সম্পর্কে ছিলাম। কিন্তু এ বার এই প্রেম ও ভালবাসার সম্পর্কে থাকারই মাশুল গুনতে হচ্ছে। দিনের পর দিন অত্যাচার, শারীরিক নির্যাতনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এ বার তাঁর নাম ও পরিচয় আপনাদের সামনে আনতে চলেছি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *