অভিশপ্ত আহমেদাবাদের বিমানেই ছিলেন তরুণ এক ক্রিকেটারও, শোক ক্রিকেটমহলেও

অভিশপ্ত বিমানেই ছিলেন ক্রিকেটার। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে তাঁরও। একজন ছাড়া যে কেউই রক্ষা পায়নি। এতদিন পর জানা গেল, ২৩ বছর বয়সী ভারতীয় ক্রিকেটার দির্ধ প্যাটেল গত বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী সেই ফ্লাইটে ছিলেন।

দির্ধ প্যাটেল ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে এমএসসি করেছেন। খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের হয়ে। এটা ইংল্যান্ডের একটা ক্লাব। এই ক্লাবের হয়ে ২০টি ম্যাচ খেলেছেন দির্ধ। ২৯টি উইকেটের পাশাপাশি ৩১২ রান করেন দির্ধ।
জর্জ বার্গিয়ানিস নামে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিমান দুর্ঘটনায় মৃত ক্রিকেটারকে ‘ব্যতিক্রমী’ বলে বর্ণনা করেছেন ৷ তিনি জানিয়েছেন, স্নাকতোত্তর বিভাগে সর্বোচ্চ গ্রেড নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার৷ ২০২৪ সালে লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের বিদেশি খেলোয়াড় হিসেবে খেলেছিলেন দির্ধ। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘এমন খবরে আমরা ভীষণ মর্মাহত। ক্লাবের প্রতিটি সদস্য দির্ধের পরিবার ও কাছের মানুষের পাশে রয়েছে।’

এয়ারডেল অ্যান্ড ওয়ার্ফডেল সিনিয়র ক্রিকেট লিগও শোক জানিয়েছে দির্ধের মৃত্যুতে। লিগের তরফ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় লিডস মডার্নিয়ান্স ক্রিকেট ক্লাবের দির্ধ প্যাটেলের মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করছে লিগ। পুল ক্রিকেট ক্লাবের ক্রুতিক প্যাটেলের ভাই দির্ধ।’ লিডস মর্ডানিয়ান্স দির্ধের অকাল মৃত্যুতে তাদের প্রথম ও দ্বিতীয় ম্যাচের আগে এক মিনিটের নীরবতা পালন করবে বলেও জানিয়েছে। গত ১২ জুন আহমেদাবাদের বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১ লন্ডনের গ্যাটউয়িক বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু ওড়ার ৩০ সেকেন্ডের মধ্যেই পাশ্ববর্তী মেডিক্যাল কলেজের হোস্টেলের ছাদে সেটা ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় বিমানের ২৩০ যাত্রী ও ১২ জন কর্মীর মধ্যে মাত্র একজন বেঁচেছেন। মৃত্যু হয়েছে মেডিক্যাল কলেজেরও বেশ কয়েকজন শিক্ষার্থী।
