চুরির অভিযোগে ‘আটক’ আবদু রোজিক! বিতর্ক বাড়তেই কী ভাবে মুখ খুললেন ‘ছোটা ভাইজান’?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: তাজিকিস্তানের পাহাড় ঘেরা ছোট্ট এক গ্রাম থেকে শুরু। ছোটবেলায় বিরল এক রোগে আক্রান্ত হয়ে থেমে গিয়েছিল তার দেহের বৃদ্ধি। দারিদ্রের সঙ্গে লড়ে, রাস্তায় গান গেয়ে উঠে আসা একটা নাম। সম্প্রতি তাঁকে নিয়েই শোরগোল সমাজমাধ্যমে। খবর, দুবাই বিমানবন্দর থেকেই নাকি গ্রেফতার হয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা তথা সলমন খানের ‘প্রিয়পাত্র’ আবদু রোজিক। ভারতের টেলিভিশন দর্শকরা যাঁকে চেনে ‘ছোটা ভাইজান’ বলে।

গত শনিবার (১২ জুলাই, ২০২৪) মন্টেনেগ্রো থেকে দুবাই পৌঁছানোর পর ভোর ৫টা নাগাদ আবদুকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে উঠেছে চুরির অভিযোগ। বিতর্ক বাড়তেই এ বার মুখ খুললেন তারকা। তবে একটু অন্যভাবে।

রবিবার সকালে আবদু নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গ্রেফতারের খবর অস্বীকার করেন। তিনি জানান, তাঁকে গ্রেফতার করা হয়নি। বরং তিনি জানান, দুবাইতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডসের নবম সংস্করণে অংশ নিচ্ছেন। আবদু তাঁর পোস্ট ও স্টোরিতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ছবিও শেয়ার করেন, যা কিছুটা হলেও তাঁর ভক্তদের স্বস্তি দিয়েছে।

তবে আবদুর ম্যানেজমেন্ট কোম্পানি প্রথমে তাঁর আটকের খবর নিশ্চিত করেছিল এবং জানিয়েছিল যে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। তবে, অভিযোগের সুনির্দিষ্ট কারণ বা দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২১ বছর বয়সী তাজিকিস্তানি গায়ক আবদু রোজিক ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’ এবং ‘মোদার’-এর মতো গান গেয়ে পরিচিতি লাভ করেন। ‘বিগ বস ১৬’-এ অংশগ্রহণের মাধ্যমে তিনি ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান এবং ‘ছোটা ভাইজান’ নামে পরিচিত হন।
২০২২ সালে আবু ধাবিতে অনুষ্ঠিত ২২তম আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ গানটি গেয়ে দর্শকদের মন জয় করেন।
উল্লেখযোগ্য, ২০২৪ সালে আবদু রোজিককে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একটি অর্থ পাচারের মামলায় জিজ্ঞাসাবাদ করেছিল, যদিও তাকে অভিযুক্ত হিসেবে নামাঙ্কিত করা হয়নি। এই পরিস্থিতিতে দুবাইতে তার গ্রেফতারের খবর স্বভাবতই ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে, আবদুর নিজের বিবৃতি এবং অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সব জল্পনার অবসান ঘটিয়েছে। তবে কী ভাবে ছড়াল গ্রেফতারির খবর, সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *