অভিষেকের তাণ্ডব! টি২০তে ভারত দেখাল টি১০ ম্যাচ, কিউয়িদের হারিয়ে সিরিজ মুঠোয় সূর্যদের

0

টি২০তে যত ম্যাচ খেলা হচ্ছে, ততই ধার বাড়ছে ভারতীয় ব্যাটিংয়ের। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করে নতুন স্বপ্ন দেখাতে শুরু করল টিম ইন্ডিয়া।

ফর্মে যখন সব তারকারা, তখন আর ২০ ওভার লাগল না ভারতের, টি২০তেই টি১০ এর খেলা দেখিয়ে দিলেন অভিষেক, ঈশান, সূর্যরা। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টাতে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য ১০ ওভার হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে তুলেছিল ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান।  জবাবে ১০ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় টিম ইন্ডিয়া। ৮ উইকেটের এই জয়ে ৩-০ তে এগিয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত।

নিউজিল্যান্ডের রান তাড়া করতে শুরুতেই সঞ্জু স্যামসনের উইকেট ফেলে দিয়ে জোর ধাক্কা দেয় নিউজিল্যান্ড। কিন্তু বিপক্ষে যে অভিষেক শর্মা রণমূর্তি ধরবেন তা বুঝতে পারেননি কিউয়ি বোলাররা। অভিষেকের তাণ্ডব শুরু হয় দ্বিতীয় ওভারে। উল্টোদিকে ঈশান কিষান। চতুর্থ ওভারে কিষান বিদায় নেন ১৩ বলে ২৮ রান করে। বাকিটা সূর্যের হাতযশ। অভিষেক-সূর্য দুজনে ৪০ বলে ১০২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এদিন ১৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন অভিষেক। ৭টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ২০ বলে ৬৮ রান করে অপরাজিত থাকলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৪০। সূর্য খেললেন ২৬ বলে ৫৭ রানের ইনিংস। মারলেন ৬টি চার, ৩টি ছক্কা। 

এরআগে টসে হেরে ব্যাটিং পেয়ে ৯ উইকেটে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। ৪০ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন গ্লেন ফিলিপস। ২৩ বলে ৩২ করেছেন ৫২ রানের চতুর্থ উইকেট জুটিতে তাঁর সঙ্গী মার্ক চ্যাপম্যান। ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। হার্দিক পাণ্ড্য ও রবি বিষ্ণোইও দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বুমরাহই। অন্যদিকে অভিষেকের তান্ডবে বিস্মিত গ্লেন ফিলিপ্স খেলা শেষ হওয়ার পর তাঁর ব্যাট হাতে নিয়ে দেখলেন। বোঝার চেষ্টা করলেন কী রয়েছে তরুণ ভারতীয় ওপেনারের ব্যাটে। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *