অভিষেকের ব্যাটিং তাণ্ডবে ব্যাঘ্রগর্জন থামিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া

0

স্পোর্টস ডেস্ক: ফাঁকা কলসীর আওয়াজ। বাংলাদেশের হৃদয় ভাঙল। টাইগারদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে চলে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল ৬ উইকেটে ১৬৮ রান তোলে। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তাতে ৪১ রানে জয় পায় ভারত।

এদিনও ভারতের জয় এসেছে বাকি ম্যাগুলির মতো অনায়েসেই। এখন সুপার ফোর পর্বের শ্রীলঙ্কা ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে কেবলমাত্র নিয়মরক্ষার। ভারতের এই জয়ের ফলে এবারের এশিয়া কাপ থেকে ছিটকে গেল শ্রীলঙ্কাও। এবার পাকিস্তান—বাংলাদেশ ম্যাচে যে জিতবে, সেই ফাইনালে খেলবে ভারতের সঙ্গে। চোটের জন্য ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিটকে যান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। দুই ওপেনার শুভমন গিল এবং অভিষেক শর্মা শুরুতে কিছুটা দেখেশুনে খেলা শুরু করেন। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ওঠে ১৭ রান। এরপরই ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করেন অভিষেক। নাসুমের করা ইনিংসের চতুর্থ ওভারে রান আসে ২১। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রান তুলেছেন অভিষেক। সুযোগ পেলে রান করেছেন গিলও। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৭২ রান তুলে ফেলে ভারত।


পাওয়ারপ্লে শেষে থেমেছেন শুভমন গিল। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে দলের ৭৭ রানের মাথাতে আউট হন ভারতীয় ওপেনার। তিনে নামা শিবম দুবে এদিন সুবিধা করতে পারেননি। ৩ বলে ২ রান করে বিদায় নেন দুবে। তবে ক্রিজে আঠার মত আটকে ছিলেন অভিষেক। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন ফিফটিও। ফিফটির পরেও চলেছে অভিষেকের উইলোবাজি। ৩৭ বলে ৭৫ রান করে দলের ১১২ রানের মাথাতে রান আউট হয়েছেন অভিষেক। এরপরই যেন রানের গতি থামে। একই ওভারে ১১ বলে ৫ রান করে ফেরেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ৭ বলে ৫ রান করে ফেরেন তিলক বর্মাও। ১২৯ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় ভারত। এরপর ক্রিজে জুটি বাঁধেন হার্দিক এবং অক্ষর প্যাটেল। ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে হার্দিক আউট হন একদম শেষ বলে। ১৫ বলে ১০ রান করে টিকে ছিলেন অক্ষর। শেষ ৫ ওভারে ৩৬ রান তুলেছে ভারত। যা অবশ্য সেরা ব্যাটিংয়ের বিজ্ঞাপন নয়। যদিও রান তুলতে হিমশিম অবস্থা হয় বাংলাদেশের। বাংলাদেশের হয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ৬৯ রান করেন ওপেনার সইফ হাসান। তাঁর ৫১ বলের ইনিংসে ছিল ৩টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৯ বলে ২১ রান করেন পারভেজ হোসেন ইমন। ভারতের হয়ে কুলদীপ যাদব তিনটি, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন। অন্য দুটি নেন অক্ষর প্যাটেল ও তিলক বর্মা। যদিও এরমধ্যে ছিল ক্যাচ মিস ও খারাপ বোলিং ও মিস ফিল্ডিং। যা ফাইনালের আগে চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে। ২০১৮ সালের এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। তবে এখনও পর্যন্ত এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হয়নি। এখন দেখার কোন দল ভারতের মুখোমুখি হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *