‘জাতীয় পুরস্কারের থেকে বড় কিছু নেই’, নিজের ছবি ‘ডিপ ফ্রিজ’ নিয়ে বললেন আবীর
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
জাতীয় স্তরে ফের বাংলার জয়জয়কার। ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা বাংলা ছবির স্থান ছিনিয়ে নিয়েছে অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’। ছবিতে অভিনয় করেছেন, আবীর চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, অনুরাধা মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। জাতীয় স্তরে এমন সম্মান। কী বলছেন আবীর?
এ দিনের সন্ধ্যায়, নিজের ছবি ‘পুতুলনাচের ইতিকথা’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আবেগ উজাড় করেন তিনি।
আবীর বলেন, “দারুণ খবর পেলাম। ২০২৩ সালে শুটিং করেছিলাম। অর্জুন দত্তের ছবি। ছবিটা সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে, এটা সত্যি ভাল খবর।”
অভিনেতা যোগ করেন তাঁর টিমের সদস্যদের কথাও। তিনি বলেন, “পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী-সহ ছবিটার সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য খুব খুশি।”
আবীরের কথায়, “জাতীয় পুরস্কারের থেকে বড় পুরস্কার তো এই মুহূর্তে ভারতবর্ষে আর কিছু নেই। সেই সম্মানে যদি একটা ছবি সম্মানিত হয়, এটা আমাদের কাছে অত্যন্ত ভাললাগার বিষয়।”