সুস্থ হচ্ছেন ধর্মেন্দ্র, হাসপাতাল থেকে বাড়ি ফেরার রাস্তায় ভগবানকে দেখে কেঁদে ফেললেন ভক্ত, ভাইরাল ভিডিয়ো

0

কথায় আছে ‘যমে মানুষে টানাটানি’। অভিনেতা ধর্মেন্দ্রর জন্য যেন এই প্রবাদই খাটে এখন। গত এক সপ্তাহে চিন্তায় চোখের পাতা এক করতে পারেনি তাঁর পরিবার পরিজন থেকে অনুরাগীরা। এমনকি তাঁর মৃত্যুর খবরও রটে গিয়েছিল। সব খবর ভুল প্রমাণ করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতার বাকি চিকিৎসা বাড়ি থেকেই হবে। পরে ধর্মেন্দ্রের জনসংযোগমাধ্যমের পক্ষ থেকে একই বিবৃতি দেওয়া হয়েছে।


হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে চেপে বাড়িতে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। পিছনের গাড়িতে ছিলেন ছোট ছেলে ববি দেওল। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই সঙ্গে আরো একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ধর্মেন্দ্রকে বাড়ির ফেরার রাস্তায় দেখে কেঁদে ফেলেছেন ভক্ত। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আগের চেয়ে অনেকটাই সুস্থ অভিনেতা। তাই এখন নাকি বাড়ি থেকে চিকিৎসা করা সম্ভব। শোনা যাচ্ছে, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে। তবে দেওল পরিবার বা হেমা মালিনীর তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

শ্বাসকষ্ট নিয়ে এক সপ্তাহ আগে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। ছিল বয়সজনিত অন্যান্য অসুস্থতাও। সোমবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতির ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। সে সময়ে এমনও বলা হয়, ভেন্টিলেশনে রাখা হয়েছে ধর্মেন্দ্রকে। তড়িঘড়ি হাসপাতালে আসতে থাকেন বলিউডের তাবড় তারকারা। ওই দিনই গভীর রাতে তাঁর সঙ্গে দেখা করে যান সলমন খান, শাহরুখ খান প্রমুখ। যদিও তখনও হেমা মালিনীর তরফ থেকে জানানো হয়, ধর্মেন্দ্র স্থিতিশীল। নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়নি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *