গুরুতর চোট! অস্ত্রোপচারের পর বন্ধ শুটিং, হঠাৎ কী হল ফাহিম মির্জার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একাধারে তিনি অভিনেতা, এবং সেই সঙ্গে ক্রিকেট নিয়েও চর্চা! শুটিংয়ের ফাঁকে অবসর মিললেই ক্রিকেট খেলেন ফাহিম মির্জা। এ বার তাতেই ঘটল বিপত্তি। কিছুদিন আগেই ক্রিকেট খেলতে গিয়ে গুরুতর চোট পেলেন হাতে।
পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। কাজেই অস্ত্রোপচার ছাড়া গতি নেই। এর পরেই চিকিৎসকের পরামর্শ মেনে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে অস্ত্রোপচার হয় তাঁর। সমাজমাধ্যমে নিজেই পোস্ট করে জানিয়েছেন সেই খবর। এখন কেমন আছেন তিনি?

অভিনেতার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, অস্ত্রোপচার জরুরি ছিল। তবে এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফাহিম জানান, এখন বাড়ি ফিরে গিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ফাহিম নিজেই ফেসবুকে হাসপাতালের ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে আছেন তিনি। ডান হাতে ব্যান্ডেজ, ঝোলানো রয়েছে স্লিং ব্যাগ। সামনে খাবার। পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনার জন্য।’ এই মুহূর্তে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। আবার কবে ফ্লোরে ফিরছেন? সেই উত্তর অধরা।