অতিরিক্ত পরিশ্রমই শেষে কাল হল! হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কী বললেন গোবিন্দ?

0

একের পর এক অসুস্থতার খবর। দু’দিন আগে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে গাড়ি চালিয়ে নিজেই দেখতে গিয়েছিলেন অভিনেতা গোবিন্দ। কিন্তু তার পর যে তাঁর সঙ্গেই এমন কাণ্ড হবে সেটা কি ভেবেছিলেন? সপ্তাহের শুরুতে হাসপাতালে ভর্তি হতে হল অভিনেতা গোবিন্দকে। মঙ্গলবার রাতে নিজের বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান অভিনেতা। সেখান থেকেই বিপত্তি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। এখন অবশ্য ছাড়াও পেয়ে গিয়েছেন তিনি।


হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদসংস্থা এএনআই-কে কী বলেছেন অভিনেতা? তিনি বলেন, “সকলের উৎকণ্ঠা বুঝতে পারছি। ধন্যবাদ আমাকে নিয়ে এতটা ভাবার জন্য। এখন একেবারে ভাল আছি।” কী হয়েছিল অভিনেতার? চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার পরেও তাঁর শরীরের অস্বস্তি কমেনি। রাত ১টা নাগাদ তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।


এক বছরের মাথায় এই নিয়ে দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হতে হল গোবিন্দকে। গত বছর অক্টোবর মাসে দুর্ঘটনাবশত নিজেই নিজের পায়ে গুলি চালিয়ে ফেলেছিলেন তিনি। হাঁটুর নীচে লেগেছিল সেই গুলি। এক ঘণ্টার অস্ত্রোপচারে সেই গুলি বার করা হয়েছিল। মুম্বইয়ের জুহুতে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিনেতাকে। এ বারও সেই একই হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। সেই ভিডিয়ো দেখা গিয়েছে সমাজমাধ্যমে। যা দেখে গোবিন্দর অনুরাগীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।


শোনা যাচ্ছে, যে সময়ে অভিনেতার শরীর খারাপ হয়, তখন সঙ্গে কেউ ছিল না। অভিনেতার এমন অসুস্থতার নেপথ্য কারণ নাকি অতিরিক্ত কায়িক পরিশ্রম। প্রয়োজনের তুলনায় বেশি শরীরচর্চার কারণেই নাকি দুর্বল হয়ে গিয়েছেন অভিনেতা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *