বলিউডি কায়দায় সামনে এলেন জিৎ, জন্মদিনে অনুরাগীদের কোন আবদার মেটালেন নায়ক?

0




চারিদিক সাজানো হয়েছে বেলুন দিয়ে। সামনে বড় দুটো টেবিল। থরে থরে সাজানো কেক। উপলক্ষ প্রিয় তারকার জন্মদিন। ৩০ সেপ্টেম্বর নায়ক জিতের জন্মদিন। প্রতি বছরই নায়কের এই বিশেষ দিনে নিউআলিপুরে তাঁর বাড়ির সামনে জমায়েত করে অনুরাগীরা। এ বছরও তার অন্যথা হল না। নায়কের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল অগুনতি ভক্তকে। একেবারে বলিউডি কায়দায় ভক্তদের সামনে এলেন অভিনেতা।
পরনে ডেনিমের জ্যাকেট, মানানসই টি-শার্ট আর জিন্‌স। ছেলেকে কোলে নিয়ে হাসিমুখে সকলের উদ্দেশে হাত নাড়লেন অভিনেতা। পাশে দেখা গেল তাঁর গোটা পরিবারকে। জন্মদিন উপলক্ষে প্রায় ২৫টিরও বেশি কেক দেখা গেল থরে থরে সাজানো। জিৎকে নিয়ে অনুরাগীদের এই উন্মাদনার সাক্ষী থাকল মেয়ে নবন্যা। পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী মোহনাও। এত বছর নায়কের জন্মদিনে এই ফ্রেম দেখতে অভ্যস্ত সবাই। একে একে সব কেক হাসিমুখে কাটলেন ‘বার্থডে বয়’। আর উচ্ছ্বাস ততই বেড়ে চলল।
এ দিনই প্রকাশ্যে এসেছে জিতের আগামী ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রথম ঝলক। নায়কের মাত্র কয়েক সেকেন্ডের লুক নিমেষে নজর কেড়েছে অনুরাগীদের। জন্মদিনে প্রিয় নায়কের থেকে ভক্তদের একটাই আবদার, যদি কোনও সংলাপ শোনা যায় তাঁর মুখ থেকে। জন্মদিনে কাউকে নিরাশ করেননি অভিনেতা। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে শোনালেন ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর সংলাপ। আর তাতেই খুশি সবাই। ব্যক্তিগতজীবনের কোনও কিছুই প্রকাশ্যে আনেন না অভিনেতা। সমাজমাধ্যমে নিজের ছবির প্রচার ছাড়াআর সে ভাবে কোন ছবিও পোস্ট করেন না। এ দিন নায়ক নয়, তাঁর স্ত্রী, দুই সন্তান এবং পরিবারের সবাইকে দেখেও উচ্ছ্বসিত সকলে। আপাতত নায়ককে বড়পর্দায় দেখার অপেক্ষায় সবাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *