‘চিরদিনই তুমি যে আমার’ চিরদিনের জন্যই শেষ সিরিয়াল জীতুর, ভক্তদের দিলেন মনখারাপ করা খবর
ধারাবাহিকের টানটান উত্তেজনার থেকেও যেন বেশি কিছু ঘটে যায় সিরিয়ালে অভিনয় করতে এসে। জীতু-দিতিপ্রিয়ার মধ্যে তিক্ততা, টানাপড়েন, প্রকাশ্যে আসা অভিযোগ সব নিয়ে জট যেন পাকিয়ে যায়। এরপরও ভক্তদের চাপেই সিদ্ধান্ত বদলে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয়ের ফের সিদ্ধান্ত নেন জীতু কমল। কিন্তু সেইসব ভক্তদেরই শনিবার মনখারাপ করা খবর দিলেন হাসিমুখে। দিতিপ্রিয়া এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর, নতুন নায়িকা যখন ঠিক সিরিয়ালে, তখনই কঠিন সিদ্ধান্তটা যেন নিলেন জীতু।সমাজ মাধ্যমে জানিয়ে দিলেন, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর আর টিভি সিরিয়াল করবেন না। অনভিপ্রেত এই ঘোষণা হতবাকই করেছে জীতু ভক্তদের।

জীতু যে ভিডিয়োটি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন, সেখানে তিনি বলেন, ‘‘আজ আমার নামের পাশে অভিনেতা লেখার সাহস আমার দর্শকরাই জুগিয়েছেন। সেই কারণেই আমার এই সিদ্ধান্ত দর্শকদের সঙ্গে সঙ্গে ভাগ করে নিচ্ছি। যে টিভি সিরিয়ালে এখন আমি অভিনয় করছি অর্থাৎ চিরদিনই তুমি যে আমার। সেটাই ধারাবাহিক হিসাবে ছোটপর্দায় আমার শেষ কাজ। এর পরে আর আমি কোনও ধারাবাহিকে অভিনয় করব না’’।
এরপরই তিনি বলেন, ‘‘আমাদের কলাকুশলী, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলের তরফ থেকে একটি চ্যালেঞ্জ নিয়েছে। কী চ্যালেঞ্জ নিয়েছে, সেটা বিস্তারিত বললাম না। তবে আশা রাখছি, আপনারা আমাদের সাথে থাকবেন। যেভাবে পাশে থেকেছেন, সেভাবে আরও কিছুদিন পাশে থাকবেন। নইলে আমার টিমের কলাকুশলী যারা দিন আনে দিন খায়, কাজ বন্ধ হলে তাঁদের সমস্যা হবে। তাদের দিকে তাকিয়ে আমাদের সিরিয়ালের নাম সার্থক করবেন ‘চিরদিনই তুমি যে আমার’। আমি চাই দর্শকরা চিরদিনই আমার পাশে থাকবেন এভাবেই’’। আরও বলেন, ‘‘আশীর্বাদ করুন, পরবর্তীকালে যে কাজই করি, সেটা যেন মন দিয়ে করতে পারি। আশা করছি, আপনারা পাশে থেকে আমাদের এই যুদ্ধে জেতাবেন।’’

স্বাভাবিকভাবেই জীতুর এই ঘোষণায় মনখারাপ ভক্তদের। দিতিপ্রিয়ার পরিবর্তে অপর্ণার ভূমিকায় দেখা যাবে একেবারে নতুন মুখ শিরীন পালকে। দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। জীতু বলেন, ‘‘আজ থেকে এক নতুন শিল্পীর পথ চলা। প্লিজ তাঁকে আশীর্বাদ করুন। আর কিছু চাওয়ার নেই।’’
