এ বার পরিচালকের আসনে সুবান রায়, কোন কাজে হাত দিলেন অভিনেতা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
তিয়াসা লেপচার সঙ্গে তাঁর বিয়ে ভেঙেছে বেশ কিছু বছর আগেই। এই মুহূর্তে নিজের কাজ নিয়েই ব্যস্ত প্রাক্তন স্বামী সুবান রায়। নতুন কাজে হাত দিয়েছেন তিনি। তবে অভিনেতা হিসেবে নয়, বরং পরিচালক হিসেবে।
টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত মুখ সুবান রায়। এই মুহূর্তে স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে ফন্টে চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছাড়াও এর আগে একাধিক চরিত্রে দেখা মিলেছে তাঁর। এ বার তিনি আর অভিনেতা নন, অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনার দায়িত্বও তুলে নিলেন নিজের কাঁধে।

সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন মিউজিক ভিডিয়ো ‘প্রেমেতে খরচা আছে’। মিমি হালদার এবং রাজ চন্দ্রকে নিয়ে ‘মিমি প্রোডাকশন’-এর প্রযোজনায় এই মিউজিক ভিডিয়োর হাত ধরেই পরিচালনার কাজ শুরু করলেন সুবান। তবে এখানে তিনি অভিনয় করেননি। শুধুই পরিচালনা সামলেছেন। গানটি গেয়েছেন কৌশিক বাগচি। আর সৃজনশীল পরিচালনা করেছেন অদ্রিজা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে গানটি বেশ প্রশংসা কুড়িয়ে ফেলেছে দর্শকদের।

অভিনয় থেকে পরিচালনার দায়িত্বে হাত বাড়ানো টলিপাড়ায় নতুন কিছুই নয়। সেই তালিকায় নেওয়া যায় পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো একাধিক তারকার নামই। দুই আসনেই সমান দক্ষতার সঙ্গেই কাজ করেছেন তাঁরা। এ বার সুবান রায়ের পালা। তবে পরিচালনার শুরুতে মিউজিক ভিডিয়োর মাধ্যমেই হাত পাকিয়ে নিচ্ছেন তিনি। অভিনেতা হিসেবে তো প্রশংসিত হয়েছেনই। আগামী দিনে তাঁর পরিচালনা কতটা মানুষের মনে ধরে, সেই অপেক্ষাতে হয়তো রয়েছেন খোদ সুবান রায়ই।