নিজে হিন্দু, ভাই মুসলিম, মা শিখ, বাবা খ্রিস্ট ধর্মাবলম্বী, বিক্রান্তের ছেলে বেদান্তের ধর্ম কী?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: হিন্দি ছবির জগতে এমনই বেশ পরিচিত মুখ। যদিও বিধুবিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েলফ্থ ফেল’-এ তাঁর অভিনয় যেন একটু বেশিই ভাল নম্বর পেয়ে পাশ করেছে। তিনি অভিনেতা বিক্রান্ত মাসে। ছবির মূল চরিত্র আইপিএস হওয়া মনোজ শর্মার মতো বেশ কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করেই এতদূর পৌঁছেছেন অভিনেতা। নিজের পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে অকপটেই আলোচনা করেছেন তিনি। এমনকি পরিবারের সদস্যদের এক এক জনের এক একটি ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলার আগেও দু’বার ভাবেননি বিক্রান্ত।
অভিনেতার পরিবারের সকলেই বিভিন্ন ধর্মে বিশ্বাসী। বিক্রান্ত জানান, তাঁর বাবা খ্রিস্ট ধর্মাবলম্বী, মা হলেন শিখ। তাঁর ভাই মুসলিম। অন্য দিকে মাত্র ১৭ বছর বয়সেই ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেন তাঁর ভাই। তবে অভিনেতা নিজে মানেন হিন্দু ধর্মকেই। অভিনেতার স্ত্রীও হিন্দু। এ বার প্রশ্ন হল, তাঁর সন্তান বেদান্তের ধর্ম কী হবে?
সবে তার এক বছর সবে পূর্ণ হয়েছে। ছেলের জন্মের শংসাপত্র ধর্মের জায়গা ফাঁকা রেখেছেন বিক্রান্ত। পথ্য কারণও জানিয়েছেন অভিনেতা। বিক্রান্ত বলেন, ‘‘আমরা ছেলের ধর্মের জায়াগাটা ফাঁকা রেখেছি। কারণ সরকারি ভাবে কোথাও লেখা নেই, ধর্মের উল্লেখ করতেই হবে। আমি ছেলের জন্মের পর ধর্মের জায়গাটা ফাঁকা রেখেছিলাম কারণ ধর্মটা যার যার ব্যক্তিগত বিষয়।”