মনোমালিন্য ভুলে জীতুর জন্য চিন্তিত দিতিপ্রিয়া! নায়কের জন্য কী বার্তা নায়িকার?
বুধবার রাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় জীতু কমলকে। খবর প্রকাশ্যে আসার পর থেকে চিন্তায় অমুরাগীরা৷ এ বার উদ্বেগ প্রকাশ করলেন জীতুর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। চিন্তিত নায়িকা কী লিখলেন তাঁর সমাজমাধ্যমে?

ফেসবুকে দিতিপ্রিয়া লেখেন, “প্রার্থনা করি আমার সহ-অভিনেতা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।” কয়েক মাস আগে প্রকাশ্যে নায়ক নায়িকার কিছু কথোপকথন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ তাঁদের ব্যক্তিগত কথপোকথনের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন নায়িকা। যার ফলে বিতর্কের জল আরও ঘোলা হয়।

এমনকি শোনা গিয়েছিল, ধারাবাহিকের সেটে তাঁদের খুব বেশি কথাও হয় না৷ ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রযোজক এবং চ্যানেলের মধ্যস্থতায় সব ঝামেলা মেটে৷ অনেকে ভেবেছিলেন টিআরপির নম্বর বাড়াতেই এত কাণ্ড হয়েছিল। কিন্তু সে সব অতীত৷ এখন পর্দায় তাঁদের সমীকরণ দর্শকের অন্যতম প্রিয়। টিআরপি তালিকায়ও ভাল ফল করছে এই ধারাবাহিক।

এখন দর্শকের প্রশ্ন কী হয়েছে জীতুর? ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘এরাও মানুষ’ ছবির আউটডোর শুটিং করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান জীতু। সঙ্গে বুকে ব্যথাও শুরু হয়। জ্বর ছিল প্রচণ্ড। তবে ঠিক কী হয়েছে, এখনও তা জানা যায়নি।
বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। সকাল থেকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। শুটিং সেটে ছিলেন সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
