বছরের শুরুটা এমন হবে ভাবেননি, মাকে হারিয়ে শোকস্তব্ধ কাঞ্চনা
মাতৃহারা হলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র৷ বছরের শুরুটা ভালই কেটেছিল৷ মাকে নিয়ে আনন্দ করেছিলেন। কিন্তু মাত্র ১৫ দিনের মধ্যে যেr এমন ঘটনা ঘটে যাবে ভাবতেই পারেননি। মায়ের মৃত্যুর খবর নিজেই সমাজমাধ্যমে জানান অভিনেত্রী। ফেসবুকে কাঞ্চনা লেখেন, “এক না এক দিন দেখা হবে৷ হবেই। সাবধানে যেও মা। আমাদের মাথার ছাদটা চলে গেল আজ।”

বৃহস্পতিবার রাতে ঘটে এই ঘটনা । হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা। রাতে তড়িঘড়ি মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কাঞ্চনা। কিন্তু শেষরক্ষা হয়নি৷ হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মা-বাবার একমাত্র সন্তান কাঞ্চনা। ২০১৪ সালে বাবাকে হারান অভিনেত্রী। তার পর একমাত্র সম্বল ছিলেন মা৷ শেষ সম্বলকে হারিয়ে শোকস্তব্ধ কাঞ্চনা । এখন সব দায়িত্ব তাঁর উপরেই। মায়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন কাঞ্চনা।

উল্লেখ্য, অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে। সম্প্রতি ‘কপাল’ ছবির জন্য আলোচনায় উঠে আসে কাঞ্চনার নাম। চুটিয়ে প্রচার করেছিলেন নিজের ছবির৷
