উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে বিপদের মুখে! জগন্নাথই ভরসা অভিনেত্রী মানসী সেনগুপ্তর!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: েড়াতে গিয়ে এভাবে ফাঁসবেন কস্মিনকালেও ভাবতে পারেননি অভিনেত্রী মানসী সেনগুপ্ত।পুজোর শেষেই পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন উত্তরবঙ্গে। সেখানেই প্রবল বৃষ্টিতে বিপদের মুখে তিনি।তাঁর ছেলে, মেয়ে ও বোনেদের নিয়ে উঠেছিলেন এয়ার বিনেবিতে। নানা জায়গায় ঘোরার পরিকল্পনাও করা ছিল। কিন্তু রবিবার প্রবল বৃষ্টিতে রাস্তায় ধসে আটকে পড়েন। সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন টেলি অভিনেত্রী। গাড়িতেই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন সপরিবারে। শুধু তিনি একা নন, আটকে পড়েন বহু পর্যটক। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। ভিডিওতে সেখানকার ভয়ানক অবস্থাটাই তুলে ধরেন টেলি অভিনেত্রী মানসী। এমন বিপর্যয়ে স্বাভাবিকভাবেই সব পরিকল্পনা ভেস্তে যায় তাঁদের। বদল করতে হয় রুটও। কঠিন সময়ে সাহস জোগাতে ব্যাগ থেকে জগন্নাথ দেবকে বের করেন মানসীর বোন।

ভিডিওতে মানসীকে বলতে শোনা যায়, ‘আমরা কার্শিয়াং থেকে তাকদা যাচ্ছি। আমি জীবনে এত বৃষ্টি দেখিনি। কাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেটাতে অসুবিধা নেই শীতের জায়গা। তবে তাকদা যাওয়ার পথে গত এক ঘণ্টা ধরে আটকে রয়েছি। রাস্তা পরিষ্কার হয়ে কখন পৌঁছব ঠিক নেই।’ এরপর অভিনেত্রীর ক্যামেরাতেই দেখা যায় সামনের রাস্তায় ধস নেমেছে আর তার জন্য রাস্তা বন্ধ। মানসীর ভিডিওতে দেখা গিয়েছে বহু গাড়ি ও বাইক আটকে রয়েছে সেই রাস্তাতে। মানসীর ছেলে একেবারে ছোট আর মেয়ের বয়সও খুব বেশি নয়। দুই সন্তানকে নিয়ে এভাবে পাহাড়ে ফেঁসে যাবেন তা ভাবতে পারেননি মানসী। পুজোর পর পরই পাহাড়ে ঘুরতে চলে গিয়েছেন তিনি। আর সেখানে গিয়ে এমন বিপদে পড়বেন ভাবতে পারেননি। তাঁর এই পোস্ট দেখে অভিনেত্রীর ভক্তরাও প্রার্থনা করেছেন। তবে সোমবার আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে উত্তরবঙ্গে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজও চলছে। ভক্তদের আশা, খুব তাড়াতাড়ি সমস্ত বিপদ কাটিয়ে কলকাতায় ফিরতে পারবেন মানসী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *