ভেঙেছে দুই হাত, বসেছে প্লেট! এখন কেমন আছেন নন্দিনী চট্টোপাধ্যায়? খোঁজ নিল আডিশন
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সাধারণত সমাজমাধ্যমে বেশ সক্রিয় তিনি। তবে তাঁর সাম্প্রতিক ছবি দেখে মাথায় হাত পড়েছে অনুরাগীদের। দু’হাতে প্লাস্টার। মুখে ক্ষীণ হাসি নিয়েই ছবিতে ধরা দিয়েছেন অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। কীভাবে ঘটল এমন অঘটন?
ছোটপর্দার অত্যন্ত পরিচিত মুখ তিনি। ইতিবাচক চরিত্র হোক বা খলনায়িকার চরিত্র, সব ভূমিকাতেই অনবদ্য অভিনেত্রী। এই মুহূর্তে তিনি কাজ করছেন হিন্দি ধারাবাহিক ‘নয়নতারা’তে। তার মাঝেই এমন বিপত্তি! হাল হকিকত জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল আডিশন। নন্দিনী জানান বাড়িতে পড়েই হাত ভেঙেছে তাঁর।
তিনি বলেন, “আমার মা অসুস্থ। মায়ের কাছে গিয়েছিলাম। মাথায় একটা চিন্তা তো থাকেই। ওইভাবেই সিঁড়ি দিয়ে নামছিলাম। তখনই পড়ে গিয়েছি। কিছু একটা পড়েছিল সিঁড়িতে। খেয়াল করিনি। প্রায় তিন-চার ধাপ পা হড়কে যায়। হাতে ভর দিতে গিয়েই এই বিপত্তি। কবজি ভেঙে গিয়েছে আমার। গত ১৮ মে এই ঘটনাটি ঘটেছে। একটা হাতে একটু বেশি হাড় ভেঙেছিল তাই প্লেট বসাতেও হয়েছে। গত ২০ তারিখ অপারেশন হয়।”
হাত ভাঙলেও তিনি ভেঙে পড়েননি। নন্দিনী বলেন, “ঠিক হয়ে যাব খুব তাড়াতাড়ি। ডাক্তার বলেছেন দু’সপ্তাহ যত্নে থাকতে হবে। এখন আমি নিজের বাড়িতে একদম বিশ্রামে রয়েছি। নার্স আছেন আমার খেয়াল রাখার জন্য।”