১৮ দিনের যাত্রা, মহাকাশ ছুঁয়ে ফেরার পর চলছে ‘নতুন’ করে হাঁটা শেখা শুভাংশুর
ট্রেডিং: ১৮ দিনের সেই যাত্রা শেষ। মহাকাশ ছুঁয়ে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা ফিরে এসেছেন পৃথিবীর মাটিতে। যেদিন ফেরেন, তাঁর মা-বাবার চোখে ছিল চুপিসারে গড়িয়ে পড়া আনন্দের জল। বিমানবন্দরে নামতেই বুকভরা ভালবাসায় জড়িয়ে ধরেন স্ত্রী, কোলে তুলে নেন ছেলে কিয়াশকে।
ঘরে ফেরার মুহূর্তটা এমন ছিল যেন পৃথিবী ও মহাকাশের মাঝখানে দাঁড়িয়ে, মানুষটাকে আবার নতুন করে ফিরে পাওয়া।
কিন্তু মহাকাশ থেকে ফিরে আসার পর নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ভারতের এই ‘ব্লু-আইড বয়’। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ফের মানিয়ে নিতে হচ্ছে নিজেকে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি নিজেই জানালেন সেই অভিজ্ঞতার কথা। দেখা যাচ্ছে, তিনি ‘নতুন করে হাঁটতে’ শিখছেন। করছেন বেশ কিছু ব্যায়াম , মূলত শরীর গতিতে ফেরানোর জন্য মবিলিটি এক্সারসাইজ। শুভাংশু লিখেছেন, মহাকাশে মাইক্রোগ্র্যাভিটিতে থাকার কারণে মানুষের শরীরে অনেক পরিবর্তন আসে – যেমন, তরলের স্থান পরিবর্তন, হৃদস্পন্দন, ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এবং পেশী ক্ষয়। এইগুলো নতুন পরিবেশের সঙ্গে শরীরের মানিয়ে নেওয়া। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর শরীরকে আবার নতুন করে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মানিয়ে নিতে হয়।
শুভাংশু সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া এবং দ্রুত আরোগ্য কামনার জন্য। তিনি জানান, এই পরিবর্তন প্রত্যেকের জন্য আলাদা হলেও শরীর ফের খুঁজে নেয় মাধ্যাকর্ষণের সঙ্গে মেলবন্ধনের ছন্দ। তিনি নিজেও অবাক হয়েছেন এটা দেখে যে, শরীর কত দ্রুত নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। নিজের পোস্টে তিনি আরও যোগ করেছেন, ‘অজানার (মহাকাশের) অন্বেষণে আপনি নিজের সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারেন।’
মহাকাশে ভারতের জয়যাত্রা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। শুভাংশু শুক্লার এই অভিজ্ঞতা শুধু তার একার নয়, গোটা দেশের কাছে এক অনুপ্রেরণা। মহাকাশচারীদের জীবন যে কতটা চ্যালেঞ্জিং, তা আরও একবার প্রমাণ হল।