রিল থেকে রিয়েলে ‘সাইয়ারা’ জুটির প্রেম! কোল্ডপ্লের কনসার্টে  অন্তরঙ্গ মুহূর্ত

0




প্রেমের জল্পনা যেন উস্কে দিলেন ‘সাইয়ারা’ জুটি। বাস্তবে প্রেম করছেন অহান পাণ্ডে ও অনীত পড্ডা! পর্দায় তাদের গভীর রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল; এবার বাস্তবেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে যে জল্পনা ছড়িয়েছিল, তাতেই যেন সিলমোহর পড়ল। কেনই বা হবে না? সোমবার ছিল অনীতের ২৩তম জন্মদিন। আর বিশেষ এই দিনটাকেই ভালোবাসার রঙে রাঙিয়ে দেন অহান। জন্মদিন উপলক্ষে দু’জনের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি অহান সমাজ মাধ্যমে মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে তারা একসঙ্গে গিয়েছিলেন। কোল্ডপ্লের কনসার্টে তোলা ছবিতে ‘সাইয়ারা’ জুটিকে খোশমেজাজে ও ঘনিষ্টভাবেই দেখা গেছে। ছবিতে দেখা গেছে, অহান চোখ বুজে কোনো অনুষ্ঠান উপভোগ করছেন। তার কাঁধে মাথা রেখে আছেন অনীত। তাতেই ভক্তদের মত, এটা নিছক বন্ধুত্ব নয়! কেউ লিখেছেন লাভস্টোরি! অনেকে লিখেছেন, মিষ্টি জুটি। কেউ লেখেন, রিল থেকেই রিয়েল। অনুষ্ঠানটা অবশ্য অনুষ্ঠিত হয় ‘সাইয়ারা’মুক্তির অনেক আগে। এতে নেট নাগরিকরা নিশ্চিত ছবির শুটিংয়ের সময় প্রেমে পড়েন তারা। এক বলিউড সূত্র জানিয়েছে, ‘অনীত আর অহানের সম্পর্কটা খুবই স্বাভাবিক ও মিষ্টি। শুটিংয়ের সময় অহান নিয়মিত অনিতের খোঁজ রাখতেন। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক।’
১৮ জুলাই মুক্তি পায় মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’। সিনেমাটি দিয়ে বলিউডে অহান-অনীতের সেই অর্থে অভিষেক ঘটে। শুরু থেকেই এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে দেয়। তাঁদের প্রেম, তাঁদের রসায়ন দেখে আবেগে বুঁদ গোটা ভারত। সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৫৭০ কোটি টাকা আয়ও করে। যা ২০২৫ সালের অন্যতম সর্বাধিক আয়কারী চলচ্চিত্র।  ‘সাইয়ারা’র পর দুজনেরি পথ চলছেন সাফল্যের সিঁড়ি বেয়ে। অনীত যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। একটি কোর্টরুম ড্রামায় দেখা যাবে তাকে। অন্যদিকে গুঞ্জন রয়েছে সঞ্জয় লীলা বানসালির ছবিতে দেখা যাবে অহানকে। পর্দায় তাদের সমীকরণ এবার বাস্তবে নতুন মোড় নেওয়ায় ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। এখন দেখার বিষয়, ভালোবাসার এই সম্পর্ক নিয়ে তাঁরা প্রকাশ্যে মুখ খোলেন কিনা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *