অহমদাবাদের ঘটনার ছায়া বলিউডেও, সলমনের অনুষ্ঠান থেকে সিরিজের প্রিমিয়ার, বাতিল হল সব!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অহমদাবাদ বিমানবন্দরের কাছে বিমান দুর্ঘটনায় নড়ে বসেছে দেশবাসী। তার আঁচ ছড়িয়েছে বলিউডেও। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় ২৪২ জনের মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনার পর কোনও অনুষ্ঠানের জন্য রাজি নন আয়োজকরা। কাজেই বাতিল হল একের পর এক অনুষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সলমন খানের। যেখানে তাঁকে একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করার কথা ছিল। এমন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল সলমন এবং অনুষ্ঠানের আয়োজকরা। ওই অনুষ্ঠানটি শুরু হয়েছিল দুপুর ২টো ১৫ নাগাদ। এই ঘটনা সম্পর্কে জানার পরেই আয়োজকরা মঞ্চে ওঠেন এবং ঘোষণা করেন, “আপনারা সকলেই জানেন, একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এটি সকলের জন্য একটি দুঃখজনক সময়। আমাদের সংস্থা এবং মিস্টার সলমন খান এই কঠিন সময়ে সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এই অনুষ্ঠানটি এই মুহূর্তে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এটা উদযাপনের সময় নয়।” সাংবাদিক এবং উপস্থিত সকলের কাছেই ক্ষমা চেয়ে নেন তাঁরা।
অন্য দিকে আগামী শুক্রবার, অর্থাৎ ১৩ জুন ইন্দোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘কন্নপ্পা’ ছবির প্রচারণামূলক অনুষ্ঠান। এই ঘটনার পর বাতিল হল সেটিও। মধ্যপ্রদেশে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল মুম্বইয়ের মিডিয়া। মর্মান্তিক দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই খবর দেওয়া হয় মিডিয়াকর্মীদের। একই সঙ্গে বাতিল হয়েছে ‘রাণা নাইডু’ ওয়েব সিরিজের প্রিমিয়ারও।
বৃহস্পতিবার দুপুরে অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে উরাণ নেয়। তার কিছু মুহূর্ত পরেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় তৎক্ষণাৎ। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সিভিল হাসপাতালে।