বয়স ২১, স্বাভাবিক প্রসব চান অহনা, সন্তান আসার আগে কী কী প্রস্তুতি অভিনেত্রীর?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
এই মুহূর্তে তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা। মাতৃত্বকালীন ছুটি যে এই আদ্যোপান্ত উপভোগ করছেন, তাতে কোনও রাখঢাক নেই। বরং সবটাই সমাজমাধ্যমের দৌলতে প্রকাশ্যে। কথা হচ্ছে অভিনেত্রী অহনা দত্তকে নিয়ে। ২১ বছর বয়সেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন অতিথি আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তার আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী।
অহনা সন্তান প্রসব করতে চান একেবারে স্বাভাবিক পদ্ধতিতে। সেই কারণেই প্রয়োজনীয় যা করণীয়, সেই সবকিছুরই খেয়াল রাখছেন তিনি। স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত যোগাসন, কোনও কিছুই বাদ নেই হবু মায়ের তালিকা থেকে। একটি ভিডিয়ো পোস্ট করে অহনা লেখেন, ‘আমি একেবারেই নিখুঁত নয়, কিন্তু প্রস্তুত।’
অহনা দেখাচ্ছেন, তিনি বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলছেন। বরং মন দিয়েছেন ঘরের স্বাস্থ্যকর খাবার এবং শাকসবজিতেই। রোজ যোগাসন করছেন। যা সন্তানের স্বাভাবিক প্রসবে সাহায্য করবে। পরামর্শ নিচ্ছেন বিশেষজ্ঞদেরও। বোঝাই যাচ্ছে, সন্তানের আগমনের আগে প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চান না অহনা। সন্তানের জন্য অভিনেত্রী বার্তা দেন, “আমি সবকিছুই করছি তোমাকে সুরক্ষিতভাবে এই পৃথিবীতে আনার জন্য।”
সমাজমাধ্যমে বরাবরই সক্রিয় তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও থেমে নেই কিছু। কখনও নিজেই রান্নাবান্না করছেন, আবার কখনও রিল বানাচ্ছেন। কখনও আবার তুলে ধরছেন স্বামী দীপঙ্করের সঙ্গে নানা আদুরে মুহূর্ত। নায়িকার পাশাপাশি তাঁর অনুরাগীরাও রয়েছেন সুখবরের জন্য।