ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান! গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ দুর্ঘটনা
ট্রেন্ডিং: দিনদুপুরে ভয়াবহ দুর্ঘটনা। অহমদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে উরাণ নেয়। তার কিছু মুহূর্ত পরেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। আগুন ধরে যায় তৎক্ষণাৎ। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সিভিল হাসপাতালে। যদিও তাতে ঠিক কত জন যাত্রী ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
একাধিক সংবাদ সংস্থার দাবি, বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২০০ জনেরও বেশি মানুষ ছিলেন সেই বিমানটিতে। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকার্য।