‘একদিনে স্টার হওয়া যায় না, বহিরাগতরা ভুল পথে হাঁটে’, নবাগতদের কী পরামর্শ অজয়ের?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বলিউডের প্রসঙ্গ উঠলেই ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ নিয়ে বিতর্কের কিন্তু অন্ত নেই। অনেকেই এর আগে অভিযোগ জানিয়েছিলেন যে ইন্ডাস্ট্রির বহিরাগতদের কাছে কাজের সুযোগ কর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অজয় দেবগণের মত, বহিরাগতরা ভুল পথে চালিত হন বেশিরভাগ ক্ষেত্রে।

এই মুহুর্তে অভিনেতা ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘সন অফ সর্দার ২’-এর প্রচারে। অভিনেতার বাবা বীরু দেবগণ ছিলেন ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ। বলিউডের স্টান্ট কোরিওগ্রাফার ছিলেন তিনি। সম্প্রতি ‘সন অফ সর্দার ২’-এর প্রচারের ফাঁকেই একটি সাক্ষাৎকারে বসেন অজয়। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, বাবা কাছ থেকে ইন্ডাস্ট্রি সম্পর্কে কী শিখেছেন তিনি। তখনই অজয় বলেন, “আমি ইন্ডাস্ট্রি সম্পর্কে টেকনিক্যাল যা জ্ঞান পেয়েছি, সবটাই আমার বাবার থেকে। কাজের প্রতি বাবার যে নিষ্ঠা ছিল, তা শিখেছি আমি।”

সাক্ষাৎকারে অজয়কে প্রশ্ন করছিলেন অর্চনা পূরণ সিং। কথা প্রসঙ্গেই তিনি বলেন, “তুমি কি জান, এই কারণেই বলিউড চায় ইন্ডাস্ট্রিরই অন্দরের আউকে সুযোগ দিতে। কারণ তাঁরা আগে থেকেই পেশাদার ব্যবহার এবং নিয়মকানুন শিখে আসেন তাঁদের পরিবারের কাছ থেকে।”

তখনই অজয় যোগ করেন, বহিরাগতদের ভুল পথে চালিত করা হয়। অভিনেতা বলেন, “আমি সবার কথা বলছি না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, যে নবাগতরা কাজ করতে আসেন, তাঁরা অর্ধেক সময় জানেনই না তাঁরা আসলে অভিনেতা হতে চান না কি একজন স্টার হতে চান। তাঁদের অনেক ভুল ধারণা থাকে। তুমি একদিনে স্টার হতে পারবে না। আগে তোমাকে অভিনেতা হতে হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *