‘আমি তোমায় হিংসে করতাম’? অশ্বিনকে প্রশ্ন ভাজ্জির, মুখোমুখি ২ স্পিনার

0





‘তোমার কি মনে হয় আমি তোমায় হিংসে করতাম’? সরাসরিই এমন কথাটা রবিচন্দ্রন অশ্বিনকে জিজ্ঞাসা করে বসলেন হরভজন সিং। অশ্বিনও সোজাসাপটা বললেন, ‘যদি তুমি ঈর্ষান্বিত হয়েও থাকো, তাহলে আমি মনে করি সেটা যুক্তিযুক্ত’।  ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুই সেরা স্পিনার হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিন মুখোমুখি এমন ধরণের বাক্যালাপই করলেন। এক পডকাস্টে ভাজ্জি স্পষ্ট জানিয়েছেন, অশ্বিনকে তিনি কোনও দিনই হিংসা করেননি। দেশের হয়ে ১০৩ টেস্ট খেলে ৪১৭ উইকেট রয়েছে হরভজনের ঝুলিতে । অন্যদিকে ১০৬ টেস্টে অশ্বিনের উইকেট সংখ্যা ৫৩৭। কে না জানে, অশ্বিন আসাতেই আস্তে আস্তে কেরিয়ারের ব্যাকফুটে বাইরে চলে যান হরভজন সিং। এই নিয়ে চর্চাও হয়েছে বিস্তর।কিন্তু কোনো রকম ঈর্ষা বা অসুস্থ প্রতিযোগিতা যে তাঁদের মধ্যে ছিলো না তা সাফ জানিয়েছেন দুই স্পিন তারকা। হরভজন বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই। তুমি যখন দলে এলে, আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে তুমি খেলবে। আমি তোমাকে নিজের প্রতিযোগী ভাবি। আমি সিনিয়র ছিলাম। তখন ৪০০ উইকেট তুলে নিয়েছিলাম। এটাই আমার মনে ঘুরছিল। আমি ভেবেছিলাম, আমাকে আরও উন্নতি করতে হবে। তবে আমার মনে হয়, সবকিছুর একটা কারণ রয়েছে। আমিও কারোর বদলে দলে এসেছিলাম। ভারতীয় ক্রিকেট দলে জায়গা চিরস্থায়ী নয়। কেউ সারাজীবন থাকতে পারে না। কেউ এসে তোমাকে ছাপিয়ে যাবে।  হরভজন আরও জানিয়েছেন, ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ের সময় তিনি বুঝরতে পেরেছিলেন, অশ্বিন কতটা বড়মানের বোলার। হরভজন বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় একসঙ্গে খেলি। তুমি আমার থেকে দশগুণ ভাল বল করেছো। আমি নিজের সেরাটা দিতে পারিনি। তুমি সিরিজের সেরা ছিলেন। আমি বল স্পিন করাতে হিমশিম খাই। তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার পার্টনার প্রচুর উইকেট পাচ্ছে, আমি পাচ্ছি না। পডকাস্ট অনুষ্ঠান ‘কুট্টি স্টোরিজ’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন হরভজন । সেখানেই অশ্বিন প্রশ্ন করেন, ‘যে ব্যক্তি আজকে তোমার সাক্ষাৎকার নিচ্ছে তাঁর প্রতি একটা সময় তুমি ঈর্ষান্বিত ছিলে বলে যে মন্তব্যগুলো শোনা যায়, সে সম্পর্কে কি বলতে চাও ভাজ্জি পা?’ অশ্বিনের কথা শুনেই পাল্টা দেন হরভজনও।বলেন, ‘তোমার কি মনে হয় আমি তোমায় হিংসে করতাম? আজ তুমি আমার সঙ্গেই বসে আছ। আমরা দীর্ঘসময় কথা বলেছি। তোমার কি আমায় তেমন মানুষ মনে হয়?’ এরপরই অশ্বিন বলেন, ‘যদি তুমি ঈর্ষান্বিত হয়েও থাকো, তাহলে আমি মনে করি সেটা যুক্তিযুক্ত। সেটাই বলতে চাই। এটাকে আমি কখনও ভুল ভাবে নেব না। কারণ আমরা সকলেই মানুষ।’ এরপরই অশ্বিনকে নিজের অবসরের প্রসঙ্গ টেনে বলতে শোনা যায়, ‘অনেকেই বিশ্বাস করেন যে আমি অবসর নিয়েছি কারণ ওয়াশিংটন সুন্দর এখন সুযোগ পাচ্ছে। এগুলো সবই অন্যদের দৃষ্টিভঙ্গি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *