ছাড় পেলেন না অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়েও! চাওয়া হল নগ্ন ছবি!
অক্ষয়-টুইঙ্কল খান্নার ১৩ বছরের মেয়েও হেনস্থার শিকার! অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। এক অনলাইন গেম খেলতে গিয়ে অপর প্রান্তের এক ব্যক্তি তার কাছে নগ্ন ছবি দাবি করে। মুম্বইয়ে ডিরেক্টর জেনারেল অব পুলিশ অফিসে ‘সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫’-এর উদ্বোধনে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধ নিয়ে কথা বলেন তিনি। জানান নিজের মেয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা। কয়েক মাস আগে নিতারা অনলাইনে একটি ভিডিও গেম খেলতে শুরু করেছিল। খেলার সময়ে এক অচেনা ব্যক্তির সঙ্গে আলাপ হয় তার। প্রথম দিকে গেম খেলা নিয়ে সেই ব্যক্তি নিতারাকে উৎসাহ দিচ্ছিল। ভালো খেললে তারকাকন্যাকে প্রশংসায় ভরাচ্ছিল। তবে কিছু ক্ষণের মধ্যেই নিতারাকে সেই ব্যক্তি প্রশ্ন করে, সে ছেলে না কি মেয়ে। উত্তরে নিতারা জানিয়েছিল, সে মেয়ে। অক্ষয় বলেন, ‘নিতারা একজন মেয়ে, এটা জানার পর থেকেই সেই ব্যক্তির কথা বলার ধরন বদলে যায়।’ অবশেষে সেই ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চায়। কিন্তু নিতারা এমন প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে সেই অনলাইন গেমটি বন্ধ করে দেয়। অক্ষয় বলেছেন, ‘সৌভাগ্যবশত আমার মেয়ে বুদ্ধি করে ওই খেলাটা বন্ধ করে দেয় এবং আমার স্ত্রীকে জানায়। ও যে এই কথাটা খোলাখুলি আমাদের জানাতে পেরেছে, এটাই বড় কথা।’ এই অভিজ্ঞতার প্রেক্ষিতে অক্ষয় কুমার বলেন, ‘এভাবেই অপরাধ প্রবণতা তৈরি হয়, এখান থেকেই সাইবার অপরাধ শুরু হয়।’ এরপর মহারাষ্ট্র সরকারের কাছে একটি অনুরোধও রাখেন অক্ষয়। প্রস্তাব দেন, সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতি সপ্তাহে অন্তত একটি ‘সাইবার পিরিয়ড’ চালু করার। জানান, এর ফলে কিশোর-কিশোরীরা সচেতন হবে এবং সাইবার অপরাধের ফাঁদে পড়া থেকে রক্ষা পাবে।