জীবনের ঝুঁকি নিয়ে শুটিং স্টান্টম্যানদের, ত্রাতা হলেন বাস্তবের নায়ক অক্ষয় কুমার

0





এই তো কয়েকদিন আগেই, পরিচালক পা রঞ্জিতের আসন্ন ছবি ‘ভেট্টিভুয়াম’-এর শুটিং সেটে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় স্টান্টম্যান এস এম রাজু। শ্যুটিং চলাকালীন একটি গাড়ি দ্রুত গতিতে র‍্যাম্পের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকবার উল্টে যায় এবং সজোরে মাটিতে আছড়ে পড়ে। গাড়ির ভিতরে ছিলেন অভিজ্ঞ স্টান্টম্যান এস এম রাজু। দুর্ঘটনার পর দ্রুত তাকে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষ রক্ষা হয়নি। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
বাস্তবের নায়কদের জয়জয়কার সর্বত্র। কিন্তু কে ভাবে ভিতরের এই সব বাস্তবের হিরোদের কথা? পর্দায় নায়কদের যে সব ঝুঁকিপূর্ণ দৃশ্যে দেখা যায়, সেসবের নেপথ্যে থাকে স্টান্টম্যানদের দক্ষতা। অ্যাকশন দৃশ্য তো স্টান্টম্যান ছাড়া সম্ভবই হয় না। অথচ  ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা থাকেন উপেক্ষিত। এসএম রাজুর এই ঘটনার পরেই স্টান্ট পারফর্মারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।শুধু পর্দার নায়কের নয়, পিছনের নায়কদেরও যে সত্যিই সুরক্ষা প্রয়োজন! অদৃশ্যে থাকা নায়কদের জন্য সবার আগে এগিয়ে এলেন বলিউডের ‘খিলাড়ি’। হয়ে উঠলেন স্টান্টম্যানদের জীবনের ত্রাতা। বলিউড মিডিয়া সূত্রে খবর, অক্ষয় কুমারের সৌজন্যে এখন বলিউডের প্রায় ৬৫০–৭০০ জন স্টান্টম্যান ও অ্যাকশন ক্রু, ইউনিট সদস্যদের ইনসিওরেন্সে আনা হয়েছে। এই পলিসিতে অফ-সেট বা অন-সেট—যেখানেই দুর্ঘটনা হোক, ৫ থেকে ৫.৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন তাঁরা। ফলে যে কোনও দুর্ঘটনা বা অসুস্থতায়, নগদহীন চিকিৎসা করাতে পারবেন স্টান্টম্যান ও স্টান্টওম্যানরা । সেটে আঘাত পান বা সেটের বাইরে, যে কোনও ক্ষেত্রেই এই বিমার সুবিধা নিতে পারবেন স্টান্টম্যান ও স্টান্টওম্যানরা । এই বিমাকে হেলথ ও অ্যাক্সিডেন্ট কভারেজ বলে উল্লেখ করা হয়েছে । বরাবরই বলিউডের অন্যতম মানবিক মুখ অক্ষয়। দেশের যেকোনো দুর্যোগ হোক কিংবা কারও কোনো বিপদ; সেই খবর পৌঁছানো মাত্রই ঝাঁপিয়ে পড়েন এই তারকা। এবারও তাঁর অন্যথা হল না।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *