ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই দীপাবলির রাতে গোয়ায় আসছে আল নাসর!

0




সব ঠিক থাকলে, দিওয়ালির রাতেই ফুটবল জগতের অন্যতম নক্ষত্রের পা রাখার কথা ছিল গোয়ায়। কিন্তু সব আর ঠিক থাকল না। যা খবর, ভারতে খেলতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে, মনখারাপ ভারতীয় ফুটবলপ্রেমীদের। ভারতে খেলতে আসা সৌদি আরবের শীর্ষ ফুটবল ক্লাব আল নাসের স্কোয়াডে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টে তারা এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে। আগামী ২২ অক্টোবর ফাতোরদায় অবস্থিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা হবে। এই সফরেই আসার কথা থাকলেও, আসছেন না রোনাল্ডো এমনটাই খবর।
এফসি গোয়া ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে রোনাল্ডোকে ভারতে আসার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছিল।  কিন্তু সৌদি সংবাদপত্র আল রিয়াধিয়াহর খবর, ৪০ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের সঙ্গে ভারত সফরে আসছেন না। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ২–এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসের। কোনওটিতেই খেলেননি রোনাল্ডো। তার সঙ্গে আল নাসেরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনাল্ডো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না। যদিও জানা গেছে, রোনাল্ডোকে কোচই স্কোয়াডে রাখেননি। এদিকে, রোনাল্ডো খেলবেন এই আশাতেই এই ম্যাচের টিকিট আগেভাগেই কেটে রেখেছিলেন ফুটবলপ্রেমীরা। সাক্ষী থাকতে চেয়েছিলেন নক্ষত্রের অনন্য খেলার। জানা গেছে, আপাতত আগামী বছর আয়োজিত ফিফা বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন রোনাল্ডো। আর সেটা মাথায় রেখেই ক্লাব ফুটবলের সূচি ঠিক করছেন। যাতে বিশ্বকাপ পর্যন্ত নিজেকে ফিট রাখতে পারেন। তবে রোনাল্ডো না খেললেও আল নাসেরের পারফরম্যান্স দুর্দান্ত। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ–২–এর আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে তারা, রয়েছে গ্রুপের শীর্ষে। আল নাসের টিম সোমবার রাতে গোয়ার ডাবোলিম বিমানবন্দরে নামবে। এফসি গোয়ার বিরুদ্ধে এই ম্যাচ খেলার পর আগামী ২৮ অক্টোবর তারা কিংস কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে আল-ইতিহাদের বিরুদ্ধে খেলতে নামবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *