‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে ব্যস্ত রণবীর-আলিয়া, সঙ্গে সামলেছেন মেয়ে রাহাকেও, কী বলছেন অভিনেত্রী? 

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডে মাতৃত্ব আর কাজ, এই দুইয়ের মেলবন্ধন নিয়ে আলোচনার শেষ নেই। দীপিকা পাড়ুকোন যেখানে আট ঘণ্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে ছিলেন, সেখানে আলিয়া ভাট বেছে নিয়েছেন একেবারে ভিন্ন পথ। স্বামী রণবীর কাপুরের সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়েও শুটিং আর রাহাকে সামলানোর দায়িত্ব সমান ভাগে নিয়েছেন এই তারকা দম্পতি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া মন খুলে কথা বলেছেন স্বামী রণবীর কাপুরের সঙ্গে তাঁর নতুন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং অভিজ্ঞতা নিয়ে, আর অবশ্যই তাদের ছোট্ট মেয়ে রাহার প্রসঙ্গ তো ছিলই।

সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন আলিয়া-রণবীর। ছবির অধিকাংশ শুটিং হয়েছে রাতে। তাই দিনের বেলা রাহার সঙ্গে সময় কাটানো গেছে খানিকটা নিশ্চিন্তে। কোনওদিন রণবীর শুটিং করেছেন, তখন আলিয়া ছিলেন মেয়ের পাশে। আবার উল্টোটাও হয়েছে। এভাবেই পালা করে তারা রাহার দেখভাল করেছেন। আলিয়া হাসতে হাসতে জানান, মাঝে মাঝে রাহা নাকি সেটেও চলে আসত! তারও নিজের একটা ব্যস্ত জীবন আছে – ক্লাস, খেলাধুলা, আর দাদু-দিদার সাথে কাটানো সময়। আলিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর চারপাশে থাকা প্রিয়জনদের, যারা প্রতিনিয়ত তাকে সাহায্য করেন।

আলিয়া অকপটে বলেছেন, “এটা শুনতে মজার লাগতে পারে, কিন্তু রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চ্যালেঞ্জিংয়ের থেকেও বেশি ফলপ্রসূ। আমরা রাহাকে পালা করে সময় দিয়েছি।” 

আলিয়ার যাত্রাপথও সহজ নয়। কিন্তু আশ্চর্যজনকভাবে, অন্তঃসত্ত্বা অবস্থায় হলিউডের অ্যাকশন দৃশ্যে অভিনয় করা থেকে শুরু করে মেয়ের জন্মের পর ‘মেট গালা’ কিংবা ব্রাজিলে প্রসাধনী সংস্থার দূতের ভূমিকায় যাওয়া – সবটাই আলিয়া সামলেছেন নিপুণ হাতে। মাঝেমধ্যে অপরাধবোধও এসেছে, মেয়ে বাড়িতে রেখে বেরোতে হয় বলে। কিন্তু তাঁর ‘সাপোর্ট সিস্টেম’, কাছের মানুষদের নিরন্তর সহযোগিতা আর ব্যক্তিগত-প্রফেশনাল জীবনকে সমানভাবে সামলানোর ইচ্ছে—এই সবই তাঁকে আজকের অবস্থানে এনে দিয়েছে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি আলিয়ার পেশাগত জীবনও বেশ উজ্জ্বল। শিব রাওয়াইলের পরিচালনায় অ্যাকশন থ্রিলার ‘আলফা’-তে তাঁকে দেখা যাবে এক নতুন অবতারে, যেখানে তিনি ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে’র একটি মহিলা ‘কমব্যাট ইউনিটে’র উচ্চপদস্থ অফিসার। এছাড়া রণবীর এবং সঞ্জয় লীলা বনশালির সাথে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মাধ্যমে আবার তাঁরা ফিরছেন একসঙ্গে। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর এটি তাদের দ্বিতীয় কাজ, তাই দর্শকদের প্রত্যাশাও আকাশছোঁয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed